নেশায় ডুব

 তোমার সঙ্গে থাকতে খুব ইচ্ছে করছে।
 তোমার কথা খুব মনে পড়ছে।
 তোমাকে দেখতে না পেলে খুব একা একা লাগে।
 তোমার নেশায় ডুবে আছি।
 তোমার মোহে মাতাল হয়ে আছি।
 তোমার আকর্ষণে মুগ্ধ হয়ে আছি।
 তোমার ঘ্রাণ, তোমার স্পর্শ, তোমার স্পন্দন...এইসবের জন্য ক্ষুধার্ত হয়ে আছি।
 তোমার আত্মা আমার আত্মার সঙ্গে মিশে যাবার অপেক্ষায় আছি।
 পাতা থেকে হাওয়া যেভাবে জল শুষে নেয়, ঠিক সেভাবে তোমার মধ্য থেকে প্রাণ শুষে নেবো। 
Content Protection by DMCA.com