ঋণশোধ

 অনেক হয়েছে, এবার থামো।
 নিজেকে সময় দাও।
  
 যা তুমি করোইনি,
 তার জন্য ক্ষমা চাওয়া বন্ধ করো;
 তাতে যদি কেউ কিছু মনে করে তো করুক।
 মনে করতে দাও, মনে করতে দিতে হয়।
  
 নিজেকে ক্ষমা করে দেবার একটাই পথ:
 মেনে নাও, ভুলটা তোমার ছিল না,
 যদি ব্যাপারটা সত্যি তা-ই হয়।
  
 কাউকে ভালোবাসলেই যে
 সবসময় নিজের ঘাড়েই দোষটা নিতে হবে,
 তা তো নয়!
  
 বার বারই পেছন ফিরে তাকালে
 সামনের দিকে এগোবে কী করে?
  
 তুমি যা করতে পারোনি,
 তা দিয়ে...
 এখন যা সামনে আছে,
 তার কিছুই এসে যায় না।
  
 বরং সামনে যা আছে,
 তা যা হতে পারত,
 কিংবা চাইলে
 যা হতে পারবে,
 তা নিয়েই জীবনের সব কিছু।
  
 জীবনে যা পাওনি,
 তার কাছে তোমার
 যা-ই ঋণ জমা থাকুক না কেন,
 সেই ঋণ নিশ্চয়ই
 দ্বিতীয় বার সেদিকে
 তুমি ফিরে তাকালে
 শোধ হবে না।