সেই শেষ রাতটি! যখন তোমার নিঃশ্বাস অনুভব করেছি শেষ বারের মতো, তোমাকে জড়িয়ে ধরেছিলাম এই বলে, আমরা সারাজীবনই পাশাপাশি থাকব। সেই শেষ রাতটি! যখন ভেবেছিলাম, তুমি তো আমারই--- শেষ বারের মতো, আলাদা হয়ে যাবার আগে! সেই শেষ রাতটি! যখন আমি তোমার সুন্দর হাসিটা দেখেছিলাম শেষ বারের মতো, এবং হেসেছিলাম আমি নিজেও; কেননা আমি জানতাম, তোমার সমস্ত হাসির কারণ আমিই! সেই শেষ রাতটি! যখন আমাদের চিরদিনের বাঁধনটি খুলে গেল! এবং আমরা দু-জন আমরা থেকে আমি ও তুমি হলাম, শেষ বারের মতো! সেই শেষ রাতটি! যখন তোমাকে বিদায় জানিয়েছিলাম ঘুমোব বলে এবং তুমি আমাকে চুমু খেয়েছিলে শেষ বারের মতো, যখন পরের সকালটা দেখতে আমি আর পারিনি।