১. একা আছি, তাই ভালো আছি। ভালো আছি, তবু কী যেন নেই! একাকিত্ব...ভালোও রাখে, শূন্যও রাখে! ২. প্যাকেটের গায়ে ‘স্মোকিং কিলস’ দেখেও সিগারেটের প্রেমে পড়েছিলাম। সে কী তুমুল প্রেম! সেই সিগারেটকেও ছেড়ে দিয়েছি সাড়ে তিন বছর হতে চলল। আর তুমি কিনা আমাকে দুঃখের ভয় দেখাও! ৩. যার প্রেমেই পড়ি, সে-ই ছেড়ে চলে যায়। শেষমেশ তাই দুঃখের প্রেমেই পড়লাম। ৪. এসো, পাহাড়ে যাই। পাহাড় দেখতে দেখতে দু-জন মিলে চা খাই। এসো, একটু ছুটি নিই। ৫. এ পৃথিবীতে একজন থাকেই, যে আমাদের দুঃখের জন্য দায়ী। তোমাকে ভালোবেসে বুঝলাম, আমার ক্ষেত্রে মানুষটা আমি নিজেই! ৬. আমি কখনওই তার পেছনে লাগি না, যার পেছনে আমি লাগলে সে বিখ্যাত হয়ে যাবে। ৭. আমার যা দরকার ছিল, তা কোথাও পাইনি। আমি যা পেয়েছিলাম, তার কিছুই কাজে লাগাইনি। ৮. সূর্য যদি জেনে যেত, তাকে ডুবতে হবে, তবুও কি সে এতটাই জ্বলত? ৯. জলই কি তবে পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিস? ১০. - শায়ের, তোমার শায়েরিতে যেন চাঁদের আলো ঝরে! - হ্যাঁ, ওই আলো খেয়েই তো বেঁচে আছি! এর কিছু দিন পরই শায়ের খাবারের অভাবে মারা গেলেন। ১১. শুনে রাখো, আমি এতই ভালো শায়েরি লিখি যে, আমার দারিদ্র্যও আমাকে নিয়ে গর্ব করে! ১২. গাড়ি বলো, আর বাড়িই বলো, শিশুদের কী নেই, দেখো? আর বড়ো হয়ে যাবার পর কিনা পাবলিক বাসে ওঠার সময়ও পকেটের দিকে তাকাতে হয়! ১৩. হাতজোড় করে বলছি, প্রয়োজনে আমার জন্মদিন মনে রেখো না। তবু তোমার জন্মদিন ভুলে যাওয়াটাকে অপরাধ ভেবো না। ১৪. তুমি পড়ো, শুভ সকাল! অথচ আমি লিখি, ঘুম ভেঙেই তোমাকে মিস করছি! ১৫. আহা, যদি এক বার জানতে, তোমাকে নিয়ে কী কী স্বপ্ন দেখি! ১৬. তোমাকে অনুভব করতে পারি বলেই ভাবি, এ জীবনে ভালো কিছু কাজ নিশ্চয়ই আমিও করেছি! ১৭. স্বর্গে যাবার পরেও নিশ্চয়ই আমার কাজ দেখে তোমাকে কারও কাছে মুখ লুকোতে হয় না!? ১৮. আমি তোমার কি না...? কখনওই নই! তোমার সঙ্গে থাকতে ভালো লাগছে কি না...? হ্যাঁ, নিশ্চয়ই! ১৯. দুঃখ তাড়াতে কখনও ভালোবাসা খুঁজতে নেই; দুঃখ তাড়াতে দুঃখের সঙ্গেই বন্ধুত্ব করতে হয়। ২০. একসময় আমি সবার কাছেই আমার দামটা চাইতাম। আজ আমি শুধুই তাকে মাথায় রাখি, যে আমার দামটা দিতে পারবে!