১. যখন দেখি, সামনেও জীবন, পেছনেও জীবন, তখন ভাবি, সময় কি এগোয় আদৌ? না কি পেছোয়?
২. মাঝে মাঝে খুব সহজ কিছুও অশুভ ইঙ্গিত বহন করে।
৩. নিজের মনকে আমরা ততটাই বিশ্বাস করে ফেলি, যতটা না করলে অনেকেরই মন খারাপ হতো না।
৪. কথায় কথা কিংবা কথার কথা--- ওসবে কী এসে যায়, যদি তার সবই হয় অনুভূতিশূন্য?
৫. উত্তর দিতে জানতে হয়---সশব্দে কিংবা নিঃশব্দে। জানে না যারা, তারা হয় অপ্রস্তুত, নয় অতিপ্রস্তুত।
৬. শান্তি নেই... চলেও শান্তি নেই, থেমেও শান্তি নেই; ভেবেও শান্তি নেই, লিখেও শান্তি নেই। ব্যাপারটার নামই বোধ হয় অভ্যস্ততা।
৭. দীর্ঘসময় বেঁচে থাকতে আমরা যত চাইব, আমাদের আয়ুর জোর ততই কমতে থাকবে।
৮. কিছু থুতু ঘৃণায় নিক্ষিপ্ত হয়, কিছু থুতু প্রেমে লেপিত হয়।
৯. শেষ শক্তিটুকু দিয়ে লোকটা প্রথম বারের মতো ঘুরে দাঁড়িয়েছিল।
আজ তার শক্তির আর কমতি নেই।
১০. যন্ত্রণা মানতে চায় না যে, এ পৃথিবীটা তার জন্য নয়।
১১. নিজের বন্ধুকেও কিছুই বলার থাকে না যার, তার চেয়ে দুঃখী আর কে আছে!
১২. মেঘের চাইতেও কালো হয়ে হেঁটে চলেছি যে আমি, তাকেও কিনা তুমি ঝড়ের ভয় দেখাচ্ছ!
১৩. এক রূপে সন্ত, আরেক রূপে শয়তান!১৩. এক রূপে সন্ত, আরেক রূপে শয়তান!
১৪. যোগে যত অসুবিধে, বিয়োগে ততই সুবিধে!
১৫. একেকটা জ্যান্ত মানুষ, একেকটা জ্যান্ত কবর।
১৬. তোমার যা-কিছু লাগবে, তা আছে কারও-না-কারও কাছে। তোমার যা-কিছু লাগবে না, তা-ও আছে কারও-না-কারও কাছে।
১৭. যার কিছুই নেই, তার চাইতে অধিক গরিব... যে কিছুই নয়।
১৮. কখনও চুরি কোরো না, যদি চুরি করতে না জানো।
১৯. ভুল বোঝা ও ভুল জানা, দুই-ই মানুষের সবচাইতে প্রিয় অভ্যেস।
২০. মেয়েটিকে সমুদ্রতীরে দেখেছিলাম--- হালকা পোশাকে, ভারী মেকআপে।