কুয়াশায় শীত পুড়িয়ে, উড়তে চাইলেও হাঁটবে খুঁড়িয়ে। বোঝো, হলে কতটা বাউন্ডুলে কেউ আটকায় তালা হৃদয় খুলে!?
যদি গয়নাকে শাড়ি ধরি আর শাড়িকে গয়না, আমি কাছে থাকলেই মরো, দূরে গেলেও সয় না!
কথায় কথায় শব্দ গেলা, বন্দি থেকেই পাখনা মেলা!
সাহসই যদি তার থাকে, তবে জিজ্ঞেস করো, পেছন থেকে কেন ডাকে?