হোক যেমনই

ভালোবাসা, না কি ভান?
মাতাল হাওয়া, না কি ঘ্রাণ?
কাগজ চাইছ, না কি কলম?
ব্যথা দেবে, না কি মলম?
ভং ধরবে, না কি রং মাখবে?
অপেরা গাইবে, না কি ছবিটাই আঁকবে?
তেরেসা, না কি মুসোলিনি?
বাদশা, না কি কাঙালিনী?




গোল্লাছুট, না কি বরফপানি?
ভালোবাসো তো দুটোই, খুব করেই জানি।
সন্দেশ, না কি দই?
ওহ! তোমার তো একটা হলেই সই!




প্রেম করবে, না কি ভালোবাসবে?
জড়িয়ে ধরবে, না কি কাছে আসবে?




মিথ্যে করে ভালোবাসি, বলতে যাব না।
সত্যি করে স্নেহ করো, বলতে পারো না।