১। পাপের সুখ শেষ হতে না হতেই পুণ্যের দুঃখ শুরু! ২। বিশেষ একটা সময়ে... সব মেয়েই পুরুষের চোখে এক। ৩। জীবনটা আপনার একার নয়, আপনার পরিবারের ও আশেপাশের মানুষেরও, কেননা আপনার জীবনের বিভিন্ন বাহ্যিক দিক ওদের জীবনেও প্রভাব ফেলে। তবে মনের কষ্টগুলো আপনার একার। তাই সেই কষ্টগুলোর সূচনা পুরোপুরি নিজের হাত ধরে হলেই ভালো। ৪। যারা একই সুবিধা পেয়েও সেগুলির সদ্ব্যবহার আমার চাইতে কম বা আমার সমান করেছেন, অথচ আমার সুবিধার দিকে আঙুল উঁচিয়ে কথা বলেন, তাঁদের এরকম ভণ্ডামি দেখলে সহ্য করতে কষ্ট হয়। ৫। জিভ সবারই মুখের মধ্যে তো নয়, কারও কারও জিভ যে বসের পায়ের জুতোয়। ৬। তোমাকে বুঝতে না পারার দায় নিয়ে একদিন মরে যাব। ৭। যারা ভাবে, অন্য ধর্মে থাকলেই পরে খোদা থেকে দূরে, তাদের থেকে দূরে থেকো, সত্যিই যদি খোদাকে ভালোবাসো। ৮। আমাকে স্বর্গে নেবার জন্য হাত ধরে টানাটানি করার আগে নিজে স্বর্গে গিয়ে দেখাও! ৯। সুধাকর শোভে আকাশ উপরে পরান জুড়ায় হেরিল তায়, আর কিছু নয়, মৃদু তারি তরে তৃষিত নয়নে চকোর চায়। ১০। যে কখনও হবে না আমার, সে কেন এভাবে জীবনে আসে! ১১। ভালোবাসা কি ঘৃণা, এসব বুঝি না। শুধু বুঝি, তার সঙ্গেই আমি থাকতে চাই, যে আমায় মানসিক শান্তি দেয়। ১২। তোমার মধ্যে যা কেউ কখনও দেখেনি, তা আমি দেখেছি বলেই তোমাকে ভালোবেসেছি। ১৩। দুঃখ দিতে পারো বলে এত অহংকার কীসের? কাঁদতে পারি বলে আমি কখনও অহংকার করেছি? ১৪। ওরা বলে, ভালো কিছু পেতে চাইলে কষ্ট সহ্য করতে হয়। আমি বলি, ভালো কিছু হারাতে চাইলেও কষ্ট সহ্য করতে হয়। ১৫। আকাশ কেন অমন করে কাঁদে? কে ছুঁয়ে দেয়? কে চুমু খায়? ১৬। ঈশ্বরের দোহাই, আমাকে আর কষ্ট দিয়ো না! ১৭। বন্ধু সে নয়, যে সবসময়ই আমার ভুলের ব্যাপারে আমার সঙ্গে একমত পোষণ করে। বন্ধু বরং সে-ই, যে মাঝে মাঝে এ-ও বলে, শুধুই নিজের দোষ খুঁজে চলেছিস! তোর আর কোনও কাজ নেই!? ১৮। এমন স্টুডেন্টও আছে, যার টিচার হতে কোনও যোগ্যতার প্রয়োজন নেই। এমন টিচারও আছে, যার স্টুডেন্ট হতেও অনেক যোগ্যতার প্রয়োজন। ১৯। যখন কেউ তোমাকে আর বেড়ে উঠতে দেয় না, তখন তাকে যেতে দাও; নিজেকে থামিয়ে রাখার কোনও মানে নেই। ২০। যা পেতে মন খুব চাইছে, অথচ যা আমার ভাগ্যেই নেই, তা পাবার আকাঙ্ক্ষাকে সহজভাবে নেবার নামই পরিপক্বতা।