ভাবনার বনসাই: দুই-শো পনেরো


১। তাকেই কিনা এত ভালোবাসি,
আমার চাইতে বেশি ঘৃণা যে আর কাউকেই করে না!

২। ওরা পরস্পরকে নিয়ে নয়,
ওদের সন্তানকে নিয়ে বাঁচে।

৩। অকারণ প্রত্যাশা,
সকারণ মূর্খতা।

৪। টাকা আছে, খরচ করে না।
আয়ু আছে, বেঁচে দেখে না।

৫। প্রেমিকার আলিঙ্গনের উষ্ণতা যদি বাড়ে কমে,
ওতে ঋতুর কীসের দায়?

৬। নিলাম
তোমাকে।
নিলে
দেহটাকে।

৭। যার ধার ধারি না,
তার কথাও ধারি না।

৮। এই বালির উত্তাপে
মনে পড়ে যায়
প্রথম প্রেমের উত্তাপ।

৯। একদিন সে আর বিরক্ত করবে না।
সেদিন দেখবে, তাকে খুব মিস করছ।

১০। বেশিরভাগ ছেলেই মেয়েদের বোন হিসেবে দেখেই না, কেবলই মুখে মুখে বলে ওসব।
ওরা মেয়েদের দেখে প্রেমিকা, বন্ধু, পরিচিত কিংবা অপরিচিত হিসেবে।

১১। মেয়ে...
নূপুরের শব্দে
কান্না লুকিয়ে
বাঁচে।

১২। পারে না যারা,
পারতে দেখলে
রাগ করে।

১৩। অত নির্দয়...
ভালোবাসা নেই...
এক আমারই জন্য!

১৪। তুমি কষ্টে আছ, আমার কাছে এলে কিছু পরামর্শের আশায়।
পরামর্শ দিলাম।
এরপর তুমি বললে, এটা তো ধর্মে বারণ করা আছে।
ভাই, যে ধর্ম তোমাকে কষ্ট থেকে মুক্তি দিতে পারে না, যদি সেই ধর্মের বারণ‌ই শুনবে,
তবে আমার কাছে এলে কেন পরামর্শ চাইতে? কেন ধর্মের কাছেই গেলে না?

১৫। ইস্! তুমি কিংবা আমি যদি মরে যেতাম,
তবে তোমার এই অত্যাচারের হাত থেকে বেঁচে যেতাম!

১৬। আমার জন্য তোমার ভালোবাসার চাইতে
আমার জন্য আমার শান্তি বেশি জরুরি।

১৭। জল কি তবে এ পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিস?

১৮। সূর্য যদি জেনে যেত, তাকে ডুবতে হবে,
তবুও কি এতটাই জ্বলত?

১৯। আমার যা দরকার ছিল,
তা কোথাও পাইনি।
আমি যা পেয়েছিলাম,
তার কিছুই কাজে লাগাইনি।

২০। আমি কখনোই তার পেছনে লাগি না,
যার পেছনে আমি লাগলে সে বিখ্যাত হয়ে যাবে।

যার-তার পেছনে লেগে কী লাভ!