ভাবনার বনসাই: এক-শো তিপান্ন

১. তোমাকে বহুদিন পর দেখলাম। কী যে আনন্দ হচ্ছিল!
...হঠাৎ ঘুম ভেঙে গেল!
সুখের ঘুম সয় না নিয়তি।




২. আমাকে যদি পর‌ই ভাবো,
তবে পরের উপর কেন এমন জুলুম করো?




৩. তোমার বুকে
না আছে প্রেম,
না আছে আমাকে প্রয়োজন।
কেন তবু আমি থেকে যাচ্ছি!




৪. মগজে মগজে ঘোরায় যে ছড়ি,
তার নিজের‌ই মগজ ফাঁকা!




৫. এ জীবনে পাইনি যা-কিছু,
তার কিছুই ছিল না আমার।
...এপিটাফে আমার থাকুক এটুক‌ই!




৬. জীবন কী এক আজব সফর!
সফরসঙ্গী মেলেও যদি,
চলতে হয় তবুও একা!




৭. আমার হাসিতে বিজয় নয় গো,
কেবল পরাজয়ের গ্লানিই আঁকা!




৮. জীবনসঙ্গী খুঁজতে খুঁজতে
পেয়েই গেলাম;
তার সঙ্গে অশান্তিও!




৯. চোখে যা জ্বলে,
ঠোঁটে তা নেভে।
কোন উজবুক একেও প্রেয়সী বলে!




১০. তোমাকে বাদ রেখে
গল্পের শুরু হয় ঠিকই,
তবে শেষ হয় না কখনোই!




১১. তোমার মধ্যে হারাই যদি,
বদনাম হয়তো হবে,
তবু নামহীন তো আর হয়ে যাব না!




১২. তোমরা জিততে থাকো পুরস্কার কুড়িয়ে,
এদিকে আমি জিততে থাকি হৃদয় কুড়িয়ে।




১৩. মদের গেলাস দেখেই যে গলে যায়,
মদ কি আর তার ভাগ্যে জোটে?




১৪. নদী আমার; তবু সে নদীতে
যদি ডুবেও মরি নৌকোসহ,
নদীতীরের কারও কিছুই যায় না এসে!




১৫. ব‌ইছ যত তোমার কাঁধে আমার কবর,
বাঁধছি তত‌ই আমার বুকে তোমার বাসর।




১৬. এ হৃদয়ের ধ্বংসস্তূপে সাজিয়েছি পথ;
ভয় কীসের, পার হয়ে যেয়ো ইচ্ছে হলেই!




১৭. নদীর নাহয় পাড় ভেঙেছে,
তবু নদী তো আছে!
কিনারা ঠিক‌ই মিলবে কোথাও!




১৮. ক্লান্তি এলে প্রার্থনায় বোসো।
স্রষ্টার যাতায়াত এই ছায়াতলেই!




১৯. এ হৃদয়ে মিশেছে আজ যে হৃদয়,
সে হৃদয়‌ই আমার প্রাণের ঘাতক!




২০. কষ্ট আগে সামলে দেখো আমার মতন,
তার পরেই নাহয় করতে চেয়ো আমায় যতন!
Content Protection by DMCA.com