১. : তোমার হাতে সময় আছে? : সেটা নির্ভর করছে তুমি কী কাজে সময় চাইছ, তার উপর।
২. তুমি কী এমন ভালোবেসেছ, যদি না খুইয়ে থাকো সর্বস্ব?
৩. মৃতদের দেহ গায়েব যখন, তখন চলে মৃতদের হাড়ের তল্লাশ।
৪. যাকে কখনও দেখিনি বেঁচে থাকতে, সে যখন মারা যায়, তখন সে-ও আমাদের চোখে মৃত?
৫. চলে যদি যাও কখনও, সেদিন বিস্মৃত হবার ক্ষমতা অর্জন করেই যেয়ো।
৬. মৃতদেহ কি ছাই... কী এসে যায়?
৭. না, না, এ তুমি হতে পারো না! না, না, অতটা অন্ধ আমি হতে পারি না!
৮. সে দিনভর আমায় কষ্ট দিতে থাকে। যেদিন কষ্ট দেয় না, সেদিন সে দিনভর নিজে কষ্ট পেতে থাকে।
তাকে ভালোবাসি বলেই, কষ্ট পেতে চাই।
৯. যুদ্ধ হয়নি, তবু শত্রু ফিরে গিয়েছে যেখানে, সেখানেই ভালোবাসার বসত।
১০. একদিন সবাই একা ও নিঃস্ব হয়ে যায়।
১১. বেচারা কিছু প্রশ্ন ছুড়ে দিয়ে পালিয়ে গেছে, যেগুলির উত্তর পাবার সাহসই তার নেই!
১২. কথা বোলো কম, যদি সুখে থাকো বেশি।
১৩. ভালোবাসে যারা, দুঃখ কি কেবল ওরাই পায়? না কি সুখে থাকতে চায় না যারা, ওরাই কেবল ভালোবাসে?
১৪. একেকটা প্রেম হয়, ফলাফল যা হবার তা-ই হয়; যদিও ওরা ভাবে, আমাদের প্রেমটা একদমই অন্য রকমের।
১৫. যে মেয়ে কাপড় খোলে প্রেমে, সে হারায় সবই। যে মেয়ে কাপড় খোলে কামে, সে পায় সবই।
১৬. আমার ঘর আমার মতো। হয় মেনে নাও, নয় এসো না।
১৭. যারা খেতে পায়, তারা মুখ খোলে না... পাছে খাবার পালায়!
১৮. সিঁড়ি ভেঙে ওঠা-নামা; সিঁড়ির চিরন্তন নিঃস্পৃহতা।
১৯. যে তোমার চেয়েও ভীতু, তাকে ভয় পেয়ে পেয়ে কেন অহেতুক তার আত্মবিশ্বাস বাড়াচ্ছ?
২০. চলে যাবার বহুদিন পর ফিরে আসে যে, সে যতটা প্রেমিক কিংবা প্রেমিকা, ততোধিক বন্ধু।