হাত ধরোনি, তবু হাতছানি দিয়ে আমায় তুমি এমন জায়গায় এনেছ, যার সবটুকুই আমার অচেনা।
এমনই নূতন, এমনই অভিনব— ঘটছে যা-কিছু…যে, বুকের মধ্যে সব কথা থেমে আছে।
চারিদিকে ঘন কুয়াশা; এতটাই ঘন, ফেরার সব পথ বন্ধ।
চাইলেও থামা যায় না, এমন পিচ্ছিল; অগত্যা, আর কী করা যাবে পথে এগোনো বাদে?
পথে নামার পর প্রথমেই যা হারিয়েছি, তা হচ্ছ তুমি। হারিয়েই যদি যাবে, তবে আমায় ডাকলে কেন?
কোথায় সেই সুর, যাতে আমার মন ভুলেছে? কোথায় সেই সত্য, যা আমায় সাহস দিয়েছে? কোথায় সেই আলো, যার কণা এ মনে ধরেছি?
আলো নেই, এ কেবলই আঁধারের মাঝে তলিয়ে যাওয়া। তবু বিশ্বাস করে আছি, তুমি আছ, ধরে আছ… নইলে যে দাঁড়িয়ে থাকাও দায়!
কে পড়বে? কে ধরবে? কোথায় যাব? এক পা দিতেই যে মিলিয়ে গেল সব! আরেক পা দিই কী করে? না যদি দিই, তবে যে… পা দুটোই হারাই!