অপেক্ষার দাম

বন-পাহাড় খুঁজে নিয়ে হারিয়ে যেতে ঠিকই আমি পারতাম,
বকুলতলে কিংবা পক্ষীরাজ ঘোড়ায় চড়ে আমি হারিয়ে যেতে পারতাম।
তবু যাইনি, আমি তোমায় ফেলে কোথাও যাইনি।




আমি ছিলাম অপেক্ষায়,
আমি ছিলাম ক্লান্তিতে মশগুল।
আমি কবিতা বুনতে ভুলে গিয়েছিলাম,
ভুলেছিলাম নরম রোদে শরীর সেঁকতে।
আমি আরও অনেক কিছুই ভুলে গিয়েছিলাম তোমাকে ভালোবেসে।




আমি বিলীন হতে পারতাম,
আমি আছড়ে পড়তে পারতাম,
আমি ক্ষয়ে যেতে পারতাম,
চাইলেই নুয়ে পড়তে পারতাম।
কিন্তু বেঁচে থেকেছি তুমি ফিরবে বলে।




তুমি ফেরোনি,
তুমি বোঝোনি,
তুমি ভাবোনি,
তুমি কাঁদোনি।




কেউ কি হই আমি এখনও তোমার?
এমন কেউ কি হই, যার জন্য কচুপাতা রঙের দু-মুঠো ভালোবাসা তুমি এনে দিতে পারো?
তুমি গাড়ি, বাড়ি সব দিতে পারবে, আমি জানি।
ভালোবাসা দিতে পারবে না, নিতেও পারবে না।
টাকা দিতে পারবে, কিন্তু অপেক্ষার দাম তুমি কিছুতেই দিতে পারবে না।
Content Protection by DMCA.com