১. অনেক দিন হয়ে গেল, আমাদের দেখা হয় না। তবু আজও ঘুম ভেঙে প্রথম তোমাকেই ভাবি।
২. আমার যা যা শব্দে তুমি নেই, তার সবই কোলাহল।
৩. তুমি পাশে নেই বলে বাতাসটা ভারী হয়ে ওঠে।
বাঁচতে কষ্ট হয়... নিঃশ্বাস নিতে কষ্ট হয়...
৪. প্রতিটি কণ্ঠস্বরই খুব মন দিয়ে শুনি এই আশায়... যদি তোমার সাথে মিলে!
৫. এখন বুঝতে পারি, সেদিনের ভুল যা-কিছু, তা তোমারই ছিল।
তবু আজও আমার সবটুকু মায়া এক তোমাকে ঘিরেই।
৬. একদিন মুখোমুখি বসে এক কাপ চা খাবে?
৭. বহুদিন হয়ে গেল, তোমার নামটা আর বলি না। তবু এক তোমার নাম বাদে আর কিছুই এ হৃদয় বলে না।
৮. তুমি চলে গিয়েছিলে বিদায় জানাবার সুযোগ না দিয়েই।
৯. যে নীরবতা রেখে গেলে, আজও কেবল সেই নীরবতাই শুনতে পাই।
১০. বিশ্বাসঘাতকতার ক্ষত কখনোই পুরোপুরি মিলিয়ে যায় না।
১১. যদি কখনও এমন হয়, কোথাও আশ্রয় খুঁজে পাচ্ছ না, সেদিন আমার এই বাহুতে এসো।
১২. আমার মধ্যে কোনও ভালোবাসা নেই। যা আছে, তা কেবলই শান্তি পাবার লোভ।
১৩. পরের নয়, নিজের পেছনে লেগে থাকুন।
১৪. আপনার কাজকে সম্মান করি বলেই আমার কাজকে অসম্মান করার সুযোগ আমি আপনাকে দেবো না।
১৫. যার কাজ যত অল্প, তার মুখে গীবত তত বেশি।
১৬. যেখানে পেয়েছি অনেক কিছু, সেখানে অল্প কিছু হারালে অমন কাঁদে কেন মন?
১৭. তুমি যদি ভুলভাল বলো, তবে আমি কথার মাঝখানেই উঠে চলে যাব। আমার কাছে শান্তি সবচাইতে জরুরি।
১৮. যার জীবনে যা ঘটেনি, তা সামলে নেওয়াটা তার কাছে সহজ মনে হতেই পারে।
১৯. যার হারায়, সে-ই বোঝে। যার হারায় না, সে বোঝা ভাবে।
২০. কাঁদতে কখনও কখনও দুর্বলতা নয়, সাহস লাগে।