ভাবনার বনসাই: দুই-শো তিন

১. ভালো মানুষকে কেউ ভালোবাসে না,
শুধুই প্রয়োজনে ব্যবহার করে।




২. বেশিরভাগ প্রেমের সম্পর্কই এরকম:
ছেলেটা ছেলে, আর
মেয়েটা প্রেমিকা।




৩. যখন পুরো ভার্সিটি আমাকে নিয়ে হাসাহাসি করত,
তখন যে দু-একজন আমার সঙ্গে ভালো আচরণ করত,
তাদের কথা
আজকের দিনেও আমার মনে আছে।
যারা ট্রল করে, তারা বিকৃত মানসিকতার।
এমন লোককে মনে রাখার কিছু নেই।




৪. আমি আজ বুঝতে পারি,
সে আমায় ভালোবাসত বলেই অমন পাগলামি করত।
আমি আজ বুঝতে পারি,
আমি তাকে ভালোবাসি বলেই এমন পাগলামি করি।
আমার জীবনে প্রাপ্তি বলতে
...এই বুঝতে পারাটুকুই।




৫. তুমি বলেছিলে, আমি যেমন, তুমি আমায় তেমন করেই গ্রহণ করতে চাও।
তখন থেকে চেষ্টা করে যাচ্ছি, তুমি আমায় যেমন করে গ্রহণ করতে চাও, নিজেকে ঠিক তেমন করেই তৈরি করতে।




৬. জানি, সময়‌ই সব অসুখ সারিয়ে তোলে।
সময় যখন নিজেই অসুস্থ, তখন?




৭. আমি আবারও আহত হতে প্রস্তুত,
যদি তুমি ফিরে আসো।




৮. বেঁচে থাকা দারুণ একটা ব্যাপার,
যদি আয়ুর অভিশাপ মেনে নেওয়া যায়।




৯. নিজের কমফোর্ট-জোনের বাইরে না গিয়ে
নিজেকে বদলাতে পেরেছে কে কবে?




১০. : জীবনটা এত কঠিন কেন?
: তবে কি কেউ বলেছিল, জীবনটা সহজ?




১১. যারা বেআক্কেল, তারা
কেউ মুখে বলে না দিলেও গায়ের জোরে তার ভালোবাসা বুঝে ফেলে,
অথচ সে মুখে বলে না দিলে তার বিরক্তিটা বুঝতেই পারে না!
ভালোবাসার চাইতে কমনসেন্স জরুরি।




১২. তবে কি বেকারত্বই প্রেমের সূতিকাগার?




১৩. মানুষ
নিজের সন্তানের ভুল আচরণ যতটা সহ্য করে,
নিজের বাবা-মা'য়ের ভুল আচরণ ততটা সহ্য করে না।




১৪. যাকে কিছু দিলে সে ভেবে নেয়,
এ এমন কিছু নয়, এটা আমি পেতেই পারি,
তেমন অকৃতজ্ঞ মানুষকে কিছু দিতে ইচ্ছে করে না।




১৫. : তুমি জানো, সবাই আমাকে কতটা সম্মান করে?
: হ্যাঁ, জানি। সঙ্গে এ-ও জানি, ওরা আপনাকে সম্মান করে ভয়ে, বিরক্তিতে, ঝামেলা এড়াতে।




১৬. ভালোবাসার মানুষে যে যত ডুবে যায়,
সে তত যত্নে দগ্ধ হয় মানুষটির হাতে।




১৭. যে কথায় তুমি কষ্ট পাও,
সেটা ভুল কথা না-ও হতে পারে।




১৮. : দুনিয়াটা কীরকম জানি বদলে গেছে!
: তুমি নিজেই কীরকম জানি বদলে গেছ!




১৯. না, তুমি আমাকে বোঝো না।
তুমি শুধু বোঝো, আমি তোমাকে কতটুকু বুঝি না।




২০. একজনকে পেতে চাইলে
আরেকজনকে ছাড়তে হবে।