১. : আমাকে ক্ষমা করো। আমি জানতাম না, ভালোবাসা অপরাধ। : ভালোবাসা অপরাধ নয়, বিরক্ত করা অপরাধ, এমনকী ভালোবেসেও!
২. আপনার পছন্দের মানুষটি যখন অনলাইনে থেকেও রিপ্লাই করে না, তখন কৈফিয়ত চাইবেন না, যদি তাকে অজুহাত বানানোর কষ্ট থেকে মুক্তি দিতে চান।
৩. বদমেজাজি মেয়েরা কখনও ভালোবাসা পায় না--- এমনকী...না স্বামীরও, না সন্তানেরও!
ওদের সামনে সবাই চুপ থাকে... স্রেফ ভয়ে, ভালোবাসায় নয়।
৪. অভিযোগহীনতার চাইতে বড়ো প্রার্থনা আর নেই।
৫. একজন আলোকিত মানুষের সবচাইতে বড়ো শত্রু আরেকজন আলোকিত মানুষ।
৬. : তোমার রান্নার হাত চমৎকার! শুধু এজন্যই তোমার অনেক ভুল ক্ষমা করে দেওয়া যায়। : আমি জানি। শুধু এজন্যই রান্নাটা আমি ভালো করে শিখেছি।
৭. হাতে সময় নিয়ে এসো, যদি সময়টাকে সুন্দর করতে চাও।
৮. হয় আমি বাদে আর কারও সঙ্গে মেশো না, নয় লুকিয়ে মেশো।
আমাকে দুঃখী করে রেখো না, বরং অন্ধকারে রেখো।
৯. চলে যাবার এতগুলি বছর পরেও তুমি আমার শরীরের মধ্যে আটকে আছ দুরারোগ্য ব্যাধির মতো।
১০. আহা, কী যে আনন্দ লাগে... নিঃসঙ্গতা থেকে মুক্তি পেলে!
১১. : গানের ভেতরে কী খোঁজো? : দুঃখ...শুধুই দুঃখ আর অশ্রু। : কেন? : তোমাকে পেতে।
১২. : তুমি কি কখনোই আমাকে ভালোবাসবে না? : বাসব, যেদিন থেকে তোমার সামনে আমাকে কিছুই লুকোতে হবে না।
১৩. আমি তোমার সঙ্গে সারাজীবন থাকতে চাই। যেদিন তুমি আমায় ছুড়ে ফেলে দেবে, সেদিন থেকে বাকিটা জীবন তোমার সঙ্গে বাঁচতে চাই।
১৪. মানছি, প্রথম দিন তোমাকে চুমু খেয়েছিলাম জোর করে। কিন্তু তুমি কেন খেতে দিয়েছিলে? কেন বাধা দাওনি?
১৫. নোড়ো না, এভাবেই স্থির থাকো। স্থির হয়ে থাকলে তোমার দেহকে নিজের দেহ ভাবতে সহজ হয়।
১৬. : আমি তোমার সঙ্গে সারাজীবন থাকতে চাই। : বাদ দাও। যা করছ করো। : মানে? : আমার প্রাক্তনও বিশেষ মুহূর্তে এভাবে বলত।
১৭. আমি সেই শিল্পী হতে চাই, যে কেবলই নিজের আত্মার তোয়াক্কা করে, অন্য কারুর নয়।
১৮. আমি তোমার সঙ্গে ঘুমোতে চাই। ঘুমোতে চাই মানে সত্যিই ঘুমোতে চাই। এবং, ঘুম ভেঙে প্রথম তোমাকেই দেখতে চাই।
১৯. : তোমার চোখদুটো খুব সুন্দর। : বুকের দিকে নয়, চোখের দিকে তাকিয়ে কথাটা বলো।
২০. যার কথা বলার কেউ নেই, সে যদি বই পড়তে পছন্দ না করে, তবে সে খুব তাড়াতাড়ি পাগল হয়ে যাবে।