ভাবনার বনসাই: এক-শো সাতানব্বই

১. সৃষ্টিশীল মানুষ সবসময়ই পরিবারের বোঝা।
পরিবার সবসময়ই সৃষ্টিশীল মানুষের বোঝা।




২. : আই হেইট ইউ।
: ইটস ওকে।




৩. বিরক্ত কোরো না।
তোমার আভিজাত্য নিয়ে এত কাহিনি শোনার কোনও আগ্রহ আমার নেই।
তার চাইতেও বড়ো কথা,
তোমার কাছ থেকে আমার কোনও প্রত্যাশা নেই।




৪. এসো, একদিন সাহস করে চাকরি ছেড়ে দিই।
এসো, একদিন সাহস করে বাঁচি।




৫. যে সন্তানকে মানুষ করার জন্য বাবা-মা সারাক্ষণই উদ্‌বিগ্ন থাকে,
সে সন্তানই মানুষ হবার পর বাবা-মা'কে সারাক্ষণই উদ্‌বিগ্ন রাখে।




৬. কোলাহল, কোলাহলই মূর্খদের ভাষা।




৭. প্রতিটি জীবনই দামি।
প্রতিটি পথ‌ই ঠিক।
তুমি অন্য জীবনেও বাঁচতে পারতে!
তুমি অন্য পথেও হাঁটতে পারতে!




৮. কোথায় দাঁড়িয়ে আছ,
খুব চেষ্টা করেও যদি বুঝতে না পারো,
তবে কিছু একটা ধরে নাও।
তারপর সেই বিশ্বাসে সাবধানে হাঁটতে থাকো।




৯. তুমি আসলে আমায় ভালোবাসো না।
আমি তোমায় কতটা তীব্রভাবে ভালোবাসি,
শুধু তা অনুভব করতেই তুমি ভালোবাসো।




১০. তুমি যা চাও, আমি তা-ই করতে রাজি।
তবু চলে যেয়ো না।




১১. আমি জানি, তোমার সঙ্গে গল্প করতে আমার ভালো লাগে।
আমি এ-ও জানি, আমাদের গল্পগুলো নিয়ে বন্ধুদের সঙ্গে মজা করতে তোমার ভালো লাগে।




১২. আমাকে বিরক্ত করার কেউ নেই।
তাই আমি একা।




১৩. নিজেই আমাকে চলে যেতে দিলে।
আর এখন কিনা বলছ, থেকে গেলে হতো না!




১৪. তোমাকে খুব মিস করছিলাম।
ঠিক আছে, এখন কাজ করো।
তোমার কণ্ঠস্বর শোনা শেষ।




১৫. হে ঈশ্বর! তোমাকে এতটা ভালোবাসি,
আর তুমি কিনা আমাকে এমন কষ্ট দিয়ে যাচ্ছ?
তোমাকে যারা পাত্তাই দেয় না,
ওরা তো দেখি ভালোই আছে!




১৬. বাঁচতে ভীষণ কষ্ট হচ্ছে।
আমি বুঝতে পারছি না,
কীভাবে আমার মনকে অন্য দিকে সরাব!




১৭. : তুমি কেন নিজের সম্পর্কে কিছুই বলো না?
: তোমাকে ভাবতে ভাবতে বলার সময়‌ই তো পাই না!




১৮. জীবনটা মুহূর্তের সমষ্টি।
যে যা-ই বলুক,
সুন্দর একটি মুহূর্তে বাঁচার সুযোগ এলে
কখনোই তা ছেড়ে দিয়ো না।




১৯. দোহাই লাগে, সান্ত্বনা দেওয়া থামাও!
শুধু আমাকে শক্ত করে ধরে রাখো।




২০. : ওরকম একটা বাজে চেহারার মানুষকে তুমি ভালোবাসো?
: ও আচ্ছা! ওকে তোমার ভালো লাগেনি? নো টেনশন; আমার লেগেছে।