১. নিজের প্রতিটি পদক্ষেপই যার কাছে ব্যাখ্যা করতে হয়, মানুষ একসময় তাকে ভয় পেতে, এবং ক্রমেই ঘৃণা করতে শুরু করে, যদিও ভয়ে ও ঘৃণায় চুপ করে থাকে।
২. প্রতিটি মানুষের মধ্যেই এমন কিছু বিষয় আছে, যা নিয়ে আরেক জন রাগ করতে পারে।
তবে ঝামেলা এড়াতে বা ভালোবেসে সেই আরেক জন প্রায়ই রাগটা করে না।
৩. : আমি মরে গেলে তুমি কষ্ট পাবে? : তা তো পাবোই! তবে মুক্তিও পাবো।
৪. : এত কিছুর পরও, তুমি আমাকে ছেড়ে চলে যাও না কেন? ভালোবাসো বলে? : আসলে ঠিক তা নয়। বয়স হয়েছে, নতুন রাস্তা ভয় করে, তাই..
৫. যে কারুরই চলার ব্যাখ্যা চায় না, সে মানুষটারও যখন সবার কাছে নিজেকে ব্যাখ্যা করে করে চলতে হয়, তার চাইতে ক্লান্তিকর আর কিছু নেই।
৬. লোকে যতটা চায় প্রেমে পড়তে, তার চাইতে অনেক বেশি চায় , কেউ তার প্রেমে পড়ুক।
৭. মানুষ চায়, সব কিছুই তার মনের মতো হোক। মিথ্যে ও পাপ যা-কিছু, তা-ও মনের মতো হলে মানুষ আপত্তি করে না।
৮. না, আমার তোমাকে দরকার নেই। আমার কিছুটা শব্দহীনতা এবং অন্ধকার লাগবে।
৯. 'কেমন আছ?' জিজ্ঞেস করলে 'ভালো আছি।' বলে দিয়ো। তোমার দুঃখ নিয়ে কারও মাথাব্যথা নেই।
১০. তোমার ঘ্রাণ নিতে আমার ভালো লাগে। তোমার ঘ্রাণ নেবার ধরনটা আমার ভালো লাগে।
১১. যে যাকে পছন্দ করে, সে তার কাছে উজ্জ্বল; বাকিরা নিষ্প্রভ।
১২. তুমি হাসছ, কিন্তু আমি জানি, তোমার মন খারাপ।
১৩. মানুষ কখনও বদলায় না। মানুষ সময় বুঝে সময়কে গ্রহণ কিংবা বর্জন করে পুরোনো মন দিয়েই।
১৪. প্রত্যাখ্যানকে আর ভয় পাই না। বাঁচার মানেই প্রত্যাখ্যাত হতে জানা।
১৫. : আজকের রাতটা আমার মনে থাকবে। : এত ভালোবাসো আমাকে? : কথাটা খেয়াল করোনি বোধ হয়। আমি বলেছি...আজকের রাতটা...এই অনুভূতিটা...
১৬. ঝড় আসার আগের মুহূর্তগুলো... উদ্যাপন করতে হয়।
ঝড়ের পরে কী হয়, কে জানে!
১৭. যদি জানতে কতটা ক্লান্ত আমি!
১৮. বাঁচার জন্য কিছু মানুষের...ভালোবাসার মানুষ লাগে, কিছু মানুষের...ঘৃণা করার মানুষ লাগে।
১৯. : খুব অবাক হয়েছ? : অবাক হবার মতো বিলাসিতা আমাকে আর মানায় না।
২০. একসময় তোমার সঙ্গে ছিলাম। এখন নিজের সঙ্গে আছি।
মানুষ একা থাকলে মরে যায় না, যদি নিজেকে নিজের সঙ্গে থাকতে দেয়।