মানুষের জীবনে ঘটা অন্যতম ভয়ংকর কষ্টের একটা ব্যাপার হচ্ছে, আপনি যে মানুষটিকে ভালোবাসেন, সেই মানুষটি আপনাকে নয়, অন্য কাউকে ভালোবাসে, এটি। এই কষ্টে ভোগেননি, এমন মানুষ তেমন নেই। জগতের সকল অঙ্কের সমাধান থাকে, সকল সমস্যার সমঝোতাও থাকে, কিন্তু জীবনের এই কঠিন সমীকরণের কোনও সমাধান নেই। আপনি যার জন্য পুরো জীবন হাতে নিয়ে দাঁড়িয়ে থাকেন, সেই মানুষটির জীবনে আপনার জীবনের কোনও মূল্যই নেই। আপনি ভাবেন, কী ভয়ংকর নির্দয়, ফিরেও তাকায় না মানুষটা! অথচ কখনও কি ভেবে দেখেছেন, গল্পের পেছনেও যে গল্প থাকে? আপনি যেমনি কারও জন্য পুড়ে ছাই হচ্ছেন, আপনার জন্যও অন্য কেউ পুড়ে ছাই হচ্ছে ঠিক একইভাবে? আপনি ভাবছেন, কী এমন হয় নিয়ম ভেঙে আমার হয়ে আমায় একটু ভালোবাসলে? ঠিক একইভাবে হয়তো অন্য কেউও আপনাকে নিয়ে ভাবছে...কী এমন হয় জগতের সকল নিয়ম ভেঙে আমার হলে? আপনি কাউকে পেতে প্রার্থনায় খোদার কাছে ফরিয়াদ করছেন, অন্য কেউ আপনাকে পেতে দু-হাত তুলে খোদার কাছে ফরিয়াদ করছে। গল্পের শেষে আমরা কেউই কাউকে পাই না। প্রেম করি, সংসার করি, দায়িত্বও পালন করি, শুধু ভালোবাসাটা ঠিকঠাক করি না। আমরা ঘর পাই, মানুষ পাই, শান্তিও পাই, ভালোবাসার মানুষটিকেই শুধু পাই না। একসময় সবই পাই, তবুও ভীষণ প্রিয়, প্রচণ্ড দামি কী যেন একটা পাই না। এই না পাবার কথাটা আমরা কখনোই কাউকে বলি না। বলা যায়ও না! আকাশের সব তারা তো আর দেখা যায় না, কিছু তারা না জ্বলেই নিভে যায়!