তুমি বলে কেউ নেই

আমি নিজেকেই দেখি...
অবাক হই।

অনন্ত মাইল দূরে
অদৃশ্যে থাকা তোমার কাপে
গরম কফির ধোঁয়া,
এদিকে আমার চোখে
কালো চশমা... স্পষ্টত‌ই
বাষ্পে বাষ্পে কেমন ঝাপসা হয়ে ওঠে...

এমন একটা জীবন্ত তুমিকে
অনুভব করতে করতেই
অবচেতন মন, সচেতনভাবে
মনের পিয়ানোয় সুর তোলে...
তুমি বলে আসলে কেউ নেই...কিচ্ছু নেই...