যদি তুমি ফেরো

যদি তুমি ফেরো, সমুদ্র ডেকে আনবে যত পাখিদের
এবং সমুদ্রের সারাশরীর ছড়িয়ে রাত নামলে
তারারা এসে তোমার চুলে আলতো করে হাত বোলাবে,
হাওয়া এসে করবে ক্রমাগত চুম্বন তোমার হাতে-চোখে।

মিনতি করছি,
এই সমুদ্রের তীরে
তুমি ফিরে আসো।
তুমি ভালো না বাসলে
সময় বয় খুব ধীরে।
তুমি ভালো না বাসলে
আমার পৃথিবীটা খুব ছোটো হয়ে আসে।