কবিতার মতো সত্য: ১৬

৩৫১. আমি যা, তার দায় আমি নিতে পারি।
কিন্তু তুমি আমায় যা ভাবো,
কিংবা আমাকে নিয়ে যা শুনেছ,
তার দায় তো আমি নিতে পারব না!




৩৫২. নিয়মনিষ্ঠ হবার চাইতে অনেক জরুরি,
মানবিক হওয়া।




৩৫৩. যেন আমি কোন অপরূপলোকে
ঘুমিয়ে ঘুমিয়ে চলে যাই,
বেড়িয়ে বেড়িয়ে চাঁদের আলোয়
সহসা তোমায় দেখতে পাই!




৩৫৪. আমাকে ব্লক করে দিয়ে কী এমন বিরাট কাজ করে ফেলেছ?
আমি তো সেই ফেইক আইডিটা,
খুব চেষ্টা করেও তুমি যার পাত্তাই পাচ্ছ না!




৩৫৫. আমাকে সার্টিফিকেট দেওয়া বন্ধ করো!
আমি তোমার স্টুডেন্ট না!
তার চাইতে বড়ো কথা,
আমি তো পরীক্ষাই দিইনি!




৩৫৬. গালি দিতে মন চাইলে
সরাসরি দাও!
কথা অত ঘোরাচ্ছ কেন?
আমি সাহসী মানুষ পছন্দ করি।




৩৫৭. যেখানে-সেখানে মাস্টারি করতে এসো না।
আগে ছাত্র চিনতে শেখো!




৩৫৮. পৃথিবীতে মানুষ বাড়ছে,
এর চাইতে অনেক বড়ো সমস্যা,
পৃথিবীতে আসলে মানুষই বাড়ছে না।




৩৫৯. ঈশ্বর গরিবদের রক্ষা করেন,
অন্তত সেই পাপগুলি থেকে,
যেগুলির প্রায়শ্চিত্তে অনেক খরচ হয়।




৩৬০. সময়কে ভয় পাও,
এমনকী সে যখন অনুকূলে থাকে, তখনও!




৩৬১. যে সমস্যার সমাধান টাকা দিয়েই করা যায়,
সেটা সমস্যা নয়, সেটা একটা খরচ।




৩৬২. মদ যখন আসে, গোপনীয়তা তখন পালিয়ে যায়।




৩৬৩. যা না জানলেও আমাদের চলে,
তা নিয়ে কৌতূহলই আমাদের বিপদে ফেলে দেয়।




৩৬৪. অন্যের ভুলের রায় লেখা সবসময়ই সহজ!




৩৬৫. কাউকে বেশি বিপদে ফেলতে চাইলে
ঈশ্বর তাকে বেশি সাফল্য দিয়ে দেন।




৩৬৬. ঈশ্বরের বিরুদ্ধে অভিযোগগুলি ঈশ্বরকেই বলে কী লাভ!?




৩৬৭. অতিথি ও মাছ, দুই-ই দুর্গন্ধ ছড়ায়,
যদি ঘরে বেশিদিন থাকে।




৩৬৮. পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে: যারা নির্বোধদের এড়িয়ে চলে এবং যারা নির্বোধ।




৩৬৯. যদি পকেটে পয়সা রেখেও কাচ্চি বিরিয়ানিতে মাংসের বড়ো পিসের জন্য ঝগড়া করেন,
তবে সেই পয়সার কী দাম?




৩৭০. বিয়ের পর পরই আইবুড়ো মেয়ের বয়স অনেক কমে যায়!




৩৭১. যদি পাপ করা ছাড়তেই না পারো,
তবে পাপটা ঠিকভাবে অন্তত করো,
যাতে বিপদে না পড়ো।




৩৭২. আপনাকে যারা ভালোবাসে, তারা আপনার পক্ষে যতটা করবে,
তার চাইতে আপনার বিপক্ষে অনেক বেশি করবে তারা, যারা আপনাকে ঘৃণা করে।
বাকি ভালো মানুষেরা চুপচাপ বসে বসে তামাশা দেখবে।




৩৭৩. মানুষের মনে দুই মন্দির: একটি প্রার্থনার জন্য, আরেকটি অনুশোচনার জন্য।




৩৭৪. যদি কারও পক্ষে মরার জন্য অন্য কাউকে অর্থের বিনিময়ে ভাড়া করা যেত,
তবে এ পৃথিবীতে এক জনও গরিব লোক থাকত না।




৩৭৫. পাপী যখন নিজেরই ভাই হয়, মানুষ তখন পাপকে খুন করে।
পাপী যখন পরের ভাই হয়, মানুষ তখন পাপীকেই খুন করে।




৩৭৬. তোমার পয়সা যখন তোমার পকেটে, লোকে তখন তোমার কাছে হাত পাতবে।
তোমার পয়সা যখন লোকের পকেটে, তুমি তখন লোকের কাছে হাত পাততে বাধ্য হবে।




৩৭৭. নিজের সন্তান হবার আগ পর্যন্ত সন্তান লালনপালনের জ্ঞান সবসময়ই বেশি থাকে।




৩৭৮. যার কাজের স্থান তার জ্ঞানের উপরে, তার জ্ঞানই দামি।
যার জ্ঞানের স্থান তার কাজের উপরে, তার জ্ঞান অকেজো।




৩৭৯. মানুষ কেবল রেগে গেলেই চেঁচায়, আর কুকুর এমনিতেই চেঁচায়।




৩৮০. বড়োলোক হবার স্বপ্ন স্রেফ একধরনের স্বপ্নই, বড়োলোক হওয়া নয়।




৩৮১. বউকে পয়সা দেবার বেলায় প্রায় সব পুরুষই হাতখোলা, যদি বউটা অন্যের হয়।




৩৮২. জ্ঞানী লোকের ক্রোধ ও ঈর্ষা, দুই-ই জ্ঞানের জন্ম দেয়।




৩৮৩. যে প্রতিদিনই তোমার দরোজার সামনে এসে এসে বলে, তোমার ঘর আগুনে পুড়ুক, বুঝে নিয়ো, তার অভিশাপের শক্তিই নেই। থাকলে তাকে তোমার দরোজা পর্যন্ত আসতে হতো না।




৩৮৪. শয়তান যদি মেধাবী হয়, তবে তার মেধাকে সমীহ করার আগে তার শয়তানি থেকে নিজেকে সামলে চলো।




৩৮৫. সুন্দরী নারীর কাব্যপ্রতিভার সমঝদারের অভাব হয় না; এমনকী তার যদি কাব্যপ্রতিভা না-ও থাকে, তা-ও!