যার জীবন যা

কমল! তুমি দেখতে ভালো,
ভ্রমর যদি বসে।
কুমুদ! তুমি দেখতে ভালো,
চাঁদ যদি হাসে।




হংস! তুমি দেখতে ভালো,
ধীরে যদি যাও।
ঘোটক! তুমি দেখতে ভালো,
বেগে যদি ধাও।




বালক! তুমি দেখতে ভালো,
পড়া যদি শেখো।
নারী! তুমি দেখতে ভালো,
গুণ যদি রাখো।




শারদাকাশ দেখতে ভালো,
চাঁদ যদি ওঠে।
তরুলতা দেখতে ভালো,
ফুলটি যদি ফোটে।




এ সবই দেখতে ভালো,
এসব‌ই যদি হয়।
জীবনটিও দেখতে ভালো,
সাধন যদি রয়।
Content Protection by DMCA.com