যদিও জীবন ক্ষণিকের, এরি মাঝে তবু কত পরিচয়; অল্পক্ষণের দেখাতেও হয় কত যে মনের বিনিময়! কাউকে লাগে ভালো প্রথমদেখায়, রয় কেউবা চিরদিনই পর; ঢুকে মনের মধ্যে যে সরে যায় দূরে, সে দূরে থেকেও থাকে প্রাণের ভেতর। প্রাণ সাড়া দেয় কোন সে সুরে, করে কার বাঁশি যে ব্যাকুল, যায় না জানা, যায় না বোঝা… হয় একনিমিষেই সব ভুল! প্রাণে জেগে রয় তার ছবিটা— চিরনতুন, বড়ো সুন্দর! আহা, কী সুখে নেচে ওঠে বুক, রক্ত যেন বয় উষ্ণতর! মুহূর্তের জীবন যদিও, মৃত্যু এলেও বেঁচে থাকে প্রেম; হয় কেবলই দেহের বিনাশ, আত্মা অমর—ছড়ায় সে হেম!