পূজার দেবী

বনহরিণীর চপল গতির
ছন্দে-ভরা প্রিয়া---
মনে আমার লাগায় চমক,
পাগল করে হিয়া।

কাজলচোখের ছায়ায় দেখি
সজল মেঘের মায়া,
বিজলি নিজেই এল বুঝি
ধরে নারীর কায়া!

অনুরাগে প্রিয়া যখন
বড়ো মিষ্টি হয়ে ওঠে,
রজনীগন্ধা, গোলাপ সবই
তার দেহের 'পরে ফোটে।

রাঙা ঊষায় রঙিন মেয়ে
একটু হেসে চায়,
আদিম মোহের কল্পনাতে
দু-চোখ ডুবে যায়।

ঘনিয়ে যখন আসে আঁধার,
দূর পাহাড়ের বনে,
বুকের উপর মুখটা রেখে
কয় সে কানে কানে,
"হারিয়ে যদি যাই কোনোদিন
আঁধার রাতের কোলে,
আমায় তুমি নিয়ো খুঁজে
যখন দৃষ্টিপ্রদীপ জ্বলে।"

চমকে চেয়ে দেখি, এ কী!
প্রিয়ার চোখে জল!
নীল সাগরে স্বর্ণকমল
ভাসছে অবিরল।

প্রেয়সী আমার পূজার দেবী,
সে যে পুণ্যজলের স্রোত;
তার চোখে জল দেখার আগে 
আমার হলো না কেন ম‌উত!