কৃপাভিক্ষে

আমি অনেক দোষে দোষী,
তাই কি গো ঠেললে এমন চরণে?
তোমায় ছাড়া বাঁচব কেমন করে—
অত বোঝো, এল না এটুক‌ও মনে?

বোঝো সবই—অনন্ত জগৎ, সৃষ্টি-স্থিতি-লয়!
বোঝো না কেবল, সারাক্ষণই কাঁদছে কেন হৃদয়!

গড়েছ মানুষ, তারই জন্য আলো-হাওয়া-জল;
তোমার কৃপায় ভালোই তো সবাই আছে,
তবে কোন বিশেষ পাপে রেখেছ আমায় বিকল?

জগতের সবই তো তোমার, তোমারই তো সব খেলা;
আমি কি এতই তোমার পর—নিরালায় বাঁধতেই হলো ঘর…
সকলে পাশে তোমায় পাবে, আমিই শুধু র‌ইব একেলা?

যা দেবার, দাও তো কেবল তুমিই; কারও তুমি কৃষ্ণ, কারও রাম;
আমার সারাগায়ে, প্রভু, জ্বালা; গলায় ব‌ইছি বিষের মালা…
শুনতে কি পাও না আমায়—এত জপ করছি তোমার নাম!