তোমার তবু হোক

কতদিন লিখি না ছাই!
আর যা-ওবা লিখি,
মিছে হয়ে যায় তা-ই!




জন্মালাম দুঃখ কুড়োতেই;
জ্বালা বাড়তে থাকে...
সলতে ফুরোতেই!




যন্ত্রণার ক্ষত চুয়ে চুয়ে
মিলিয়ে নিচ্ছি ঠিকই চার...
দেখোই না দুইয়ে দুইয়ে!




একদফা যেই গেলাম ছুটিতে,
খিদে মরে যায়
মাত্র দুটো রুটিতে!




বাঁচতে চাই না যদিও 
তবু বেঁচেই আছি,
নক্ষত্রের মতো তারার কাছাকাছি।




আমি মরে যাচ্ছি...
তুমি ভালো থেকো।
মন দিয়ে এবার কিন্তু স্বপ্নটা এঁকো!




পারছিলাম না আর
অবশ হাতে,
কিছু লিখে-টিখে তাই জোটাই পাতে!




আমার কিছু না-ইবা হলো
তোমার তবু হোক,
পাখির মতো উড়বে তুমি, দেখব মেলে চোখ।
Content Protection by DMCA.com