অব্যক্ত অনুভূতি

শোনো নৈশ,
এই যে আমি তোমার কেউ নই, কিচ্ছু নই,
এতে আমার মনের ভেতরে ক্রমশ জমে ওঠে 
পর্বতসম অব্যক্ত অনুভূতি।

কিন্তু জানো তো...এতেই পরম সুখ...
'আমি তোমার কেউ হ‌ই'---এতটা ভার নিয়ে
কী করে থাকা যায়, বলো তো...!

তোমার কোথাও নেই আমি...
হয়তো এই নির্ভারেই দিব্যি আছি---
কষ্টরাজ্যে!

নৈশ,
যদি আমি বলতাম,
আমার কাছে কিছু চাও,
তবে কি তুমি কিছু চাইতে?
যদি চাইতে, তাহলে কী চাইতে?

জীবনে
চেয়ে কিছু না পাওয়াটা তেমন কষ্টের কিছু নয়;
বরং 
চাওয়ার মতো কিছু খুঁজে না পাওয়াটাই খুব কষ্টের!
Content Protection by DMCA.com