১. তুমি আমাকে ভালোবাসো কি না বুঝতে ইচ্ছে করে না। তুমি আমাকে বিরক্ত করো, অশান্তি দাও... এর বাইরে আর কোনও ভাবনা আমার মাথায় আসে না।
২. তুমি কখনও জানবেই না, তুমি কী হারিয়েছ। তুমি তো কখনও জানতেই না, তোমার কী ছিল।
৩. লোকে ভালোবাসার মানুষের কাছে থাকে, আর শান্তির মানুষের কাছে থাকতে চায়।
৪. মানুষ কী অদ্ভুত জীব! সে মৃত্যুর পরেই শান্তিটা চায়!
৫. যে সৃষ্টি করতে পারে না, সে স্রষ্টার পেছনে লাগে।
৬. কেউ প্রেম করে, কেউ প্রেম দেখে, কেউ প্রেম ভাবে। এর কোনোটাই সুখের কিছু নয়।
৭. : আমি তোমার জন্য কী করতে পারি? : কিছু না করলেই আমার খুব উপকার হয়।
৮. তোমায় যেদিন প্রথম দেখি, সেদিনই আমার জন্ম হয়। তুমি যেদিন চলে গেলে, সেদিনই আমার মৃত্যু হয়। তুমি যতদিন পাশে ছিলে, ততদিনই আমি বেঁচে ছিলাম।
৯. যদি আমরা দু-জন এভাবেই ভালো থাকি, তবে ওদের কথায় কী এসে যায়, যারা নিজেরাই ভালো নেই?
১০. এসো, মাতাল হই। দুঃখী হবার চেয়ে মাতাল হওয়া ভালো নয় কি?
১১. যে গাইতে জানে, তার বেলায়, ব্যস্ত হবার চেয়ে গাইয়ে হওয়া বেশি জরুরি।
১২. লোকটার জীবনে নতুন কিছু ঘটে না। লোকটা প্রতিদিনই, আগের দিনের মতোই, এক বার করে ব্যর্থ হয়।
১৩. আহা, যদি জীবনে এমন কিছু ঘটত, যা ঘটলে, ছেড়ে দেওয়া যায় না যা, তা রেখে দিলেও ভালো লাগত!
১৪. তোমার সাথে দেখা হয়েছিল। তোমাকে রেখে দিলে জীবনটা বদলে যেত। তবু তোমাকে থাকতে দিইনি।
শুধু ভালোবাসতে জানি না বলে আজও অনেক কিছু পেয়েও হারিয়ে চলেছি।
১৫. যার ভালো চরিত্র আমার কোনও কাজে আসছে না, সে যখন বলে আর বলতেই থাকে...আমার চরিত্র খারাপ, তখন খুব বিরক্ত লাগে।
১৬. আমার মন খারাপ নয়, আমি আসলে ক্লান্ত।
১৭. পাশে কত মানুষই তো থাকতে চায়; শুধু সে-ই থাকে না, যে থাকলে আমার এমন একা লাগত না।
১৮. আজও মনে মনে আমি মানুষটার সঙ্গে গল্প করি।
১৯. যদি আমাকে হারিয়ে যেতে দাও, আর কখনোই আমাকে খুঁজে পেতে দেবো না।
সেদিন কি কষ্ট পাবে না? সত্যিই এত সহজ?
২০. আমরা অপেক্ষা করি। আমরা অপেক্ষা করতেই থাকি। অপেক্ষা করতে করতে একসময় আমরা মরে যাই।
তবু মৃত্যুর আগ অবধি আমরা জানতেই পারি না, আমরা ঠিক কীসের অপেক্ষায় ছিলাম!