আমায় ক্ষমা কোরো, নিজেকে সামলাতে না পেরে ভেঙে পড়ি কখনও যদি; কেননা আমি সত্যিই জানি না, কী করে ভালোবাসতে হয় ঠিকভাবে। আমার শুধুই ভুল হয়ে যায়, আমার কথাগুলি বেরোয় না সেভাবে, মন যেভাবে চায়। আমার কী ইচ্ছে বা অনিচ্ছে, তা কখনও জিজ্ঞেস কোরো না। বরং তোমাকে জড়িয়ে ধরে চুমু খেতে দিয়ো, ভালোবাসো যদি। এই ওষ্ঠযুগলের শক্তিতে আস্থা রেখো। আমার অথর্ব হৃদয় যা-কিছু ছবি পারেনি আঁকতে, তার প্রতিটিই বুঝে নিয়ো আমার ঠোঁটের কাছে।