ম্যায় আপনি ফেভারিট হ্যু

'যাব উই মেট' মুভির "গীত" ক্যারেকটারটা আমার খুব প্রিয়। গীতের সঙ্গে আমার অনেক কিছুর মিল আছে।




আমিও, গীতের মতোই, 'ম্যায় আপনি ফেভারিট হ্যু', মানে আমি আমার নিজেরই খুব পছন্দের। সত্যিই আমি নিজেকে খুব পছন্দ করি, অনেক ভালোবাসি। নিজের সঙ্গে নিজেই হাসতে ভালোবাসি, অন্যদেরও আনন্দে রাখতে ভালোবাসি। যে নিজেকে ভালোবাসতে জানে না, বেঁচে থাকাটা তার জন্য খুব কঠিন।




কিন্তু ব্যাপারটা হচ্ছে, আমি কখনও কারুর সামনে নিজের আসল ব্যক্তিত্ব তুলে ধরিনি, ধরতে পারিইনি আসলে। আমি বাবা-মা'য়ের বড়ো সন্তান, ভাইয়ের বড়ো বোন, সে হিসেবে আমাকে সবসময়ই একটা বড়ো বড়ো ভাব নিয়ে গাম্ভীর্যপূর্ণ ব্যক্তিত্ব ধরে রাখতে হয়েছে। আমাদের সমাজে যেটা হয় আর কি ... 'আমি ব্যক্তিত্ববান মানুষ, তোমরা আমার সঙ্গে সাবধানে মিশবে!'-টাইপের আচরণ করতে হয়েছে সবসময়ই। অন্যের ইচ্ছেয় নিজের জীবনের যাপন, এর চাইতে বিরক্তিকর ব্যাপার আর নেই।




জানি না, এইসব ট্যাবু আর কতদিন চলবে! আমিও গীতের মতন জীবনকে উপভোগ করতে চেয়েছি। নিজের আসল ক্যারেকটারেই আমি সবসময় থাকতে চেয়েছি। কিন্তু সো-কল্ড সমাজ আর পরিবারের দাবিতে
আমাকে একেক জনের সঙ্গে একেক রকমের রোল প্লে করতে হয়। আর করতে করতে আমি এতেই অভ্যস্ত হয়ে গিয়েছি। কিন্তু মাঝেমধ্যে নিজেকে মেলে ধরতে খুব ইচ্ছে করে। নিজেকে আর কতই-বা লুকিয়ে রাখা যায়!?




আমি তবু নিজেকে লুকিয়েই রাখি। ছোটোবেলায় নিজেকে কার‌ও সামনে মেলে ধরতে গেলে ভয় পেতাম। হায়, ও যদি আমাকে পাগল ভাবে!? আর যদি আমার আসল আমি'কে গ্রহণ করতে না পেরে আমাকে ছেড়ে চলে যায়? যদি সে আমাকে ছেড়ে চলে যায়...এই ভাবনাটাই হচ্ছে মানুষের সবচাইতে বড়ো দুর্বলতা। এই পৃথিবীতে কেউই অপরিহার্য নয়। যে ছেড়ে যেতে চায়, সে তো মানসিকভাবে এমনিতেই ছেড়ে চলে গেছে। তাকে আটকে রাখার চেষ্টা করার মানেই হচ্ছে একটা অহেতুক কাজের পেছনে সময় নষ্ট করে নিজেকে কষ্ট দেওয়া।




আমার খুব ইচ্ছে করত, আমার জীবনে যে-কোন‌ও বয়সের নারী কিংবা পুরুষ একজন অন্তত থাকুক, যার সামনে আমি নিজেকে পুরোপুরি মেলে ধরতে পারব, যার সঙ্গে সত্যিকারের বন্ধুত্ব করতে পারব।




এটা হয়নি কখনও, হয় না আসলে। এরকম কাউকে পাওয়া যাবেই না! মানুষ কেবলই নিজের কাছে স্বস্তিকর।




তবে এখন আর আফসোস করি না। বড়ো হতে হতে শিখে গেছি যে, আসলে সবার আগে নিজের নিজেকে অ্যাক্সেপ্ট করতে হবে। এটা মেনেই নিতে হবে যে, আমার সঙ্গে শেষপর্যন্ত এক আমি ছাড়া আর কেউই থাকবে না। থাকে যদি, তবে সেটা হবে উপরিপাওনা। যে নিজেকে গ্রহণ করতে জানে না, তাকে পৃথিবীর কেউই গ্রহণ করতে পারে না। তাই নিজের কাছে নিজের আসল ক্যারেকটার প্রকাশ করা জরুরি। নিজেকে নিজে এইভাবে অ্যাক্সেপ্ট করে নিতে পারলে সমাজ এবং পরিবারের মানুষও ধীরে ধীরে একদিন আমাকে অ্যাক্সেপ্ট করে নেবে। আর না নিলেও চলবে, 'কিউকি ম্যায় তো আপনি ফেভারিট হ্যু!' হা হা হা...
Content Protection by DMCA.com