বাঁচার ধরনে দূরত্ব যেটুক

আমি ব্যর্থতার সাগরে সাগরে ভেসে বেড়াই,
আর দেখি, তুমি পালকিতে চেপে ধীরে ধীরে পথ পাড়ি দিচ্ছ।




আমি শালিকের ঝাঁকে ঘ্রাণ পাই খেজুরগুড়ের,
আর দেখি, তুমি গঞ্জের মেলায় চড়কগাছে ভিড় বাড়াচ্ছ।




আমি হেসে-কুটিকুটি-হওয়া পদ্মফুলের মধ্যে শিশুর নিষ্পাপ হাসি দেখতে পাই,
আর দেখি, তুমি কেবল ভেক ধরে লাল-নীল রঙের অভিনয়টাই করে যাচ্ছ।




আমি স্থির-নির্জন পুকুরপাড়ে খুঁজে পাই মাদকতা...আজ সমস্ত আসক্তিই চেপে ধরছে যেন!
আর ওদিকে তুমি পুলিশ সেজে চোর-পুলিশের খেলাই শুধু খেলে যাচ্ছ।




আমি কাকের মতন একবুক পিপাসা নিয়ে উতলা হয়ে অপেক্ষা করছি। অপেক্ষার মাঝেই খুঁজে পাচ্ছি প্রকৃত ভালোবাসার ঠাঁই। বুঝে নিচ্ছি, এই অপেক্ষাই মানুষকে মানুষ বানায়।
আর তুমি ওদিকে অপেক্ষাকে বুড়ো আঙুল দেখিয়ে নিজের অস্থিরতার ভাঁজে ভাঁজে নিয়তির হিসেব করছ।




এইসবের কোন‌ও মানে হয়, বলো?
Content Protection by DMCA.com