১. : আজকাল চোখে আঁধার দেখি। : এখন থেকে চোখ মেলে শুধুই আমাকে দেখবে, আঁধার ঠিক কেটে যাবে।
২. : কতটা ভালোবাসো আমায়? : তোমার উপেক্ষা করতে পারার ক্ষমতা যতটা, তার সমান।
৩. : মরতে কেন চাইছ? : বেঁচে থাকলে তো সেই তোমার হাতেই মরব, তার চেয়ে বরং নিজের হাতেই মরি!
৪. : আমি কিন্তু সত্যিই তোমায় ভালোবেসেছি। : সবাই-ই কিন্তু তোমার মতন, এই একটা কথা বলতে যুগ পার করে দেয়।
৫. : ভালোবাসি বলেই পরীক্ষা নাও, তাই না? : হা হা...তোমাকে তো তবু পরীক্ষায় বসতে দিচ্ছি!
৬. : তোমাকে ভালোবাসার পরীক্ষা অনেকেই দিয়েছে নিশ্চয়ই? : আমার কাছে অতগুলো উত্তরপত্র ছিল না কখনোই!
৭. : তোমায় বোঝার পরীক্ষায় তবে কত পেলাম? : নাও, এক-শো'ই দিচ্ছি; নম্বর নিয়ে এক্ষুনি বিদেয় হও!
৮. : ভালোবাসার পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পাইয়ে দিয়ে বিদেয় করে দিচ্ছ! : নম্বরটাই তো শুধু পাইয়ে দিতে পারি, মন তো আর না!
৯. : কত করে বোঝাব যে ভালোবাসি? : বলা বন্ধ করো, ঠিকই বুঝতে পারবে।
১০. বালিশভর্তি দুঃখ আমার, ঘুমোই তাই চাটাই পেতে।
১১. ফুরিয়ে যাবার খেলায় ফুরোয় না যে, তাকে পরাজিতই বলে তো, না কি?
১২. চুনের সাদাই পানের কালো অংশ ঢেকে দেয়, অথচ পান থেকে চুন খসলেই কিনা...!
১৩. তুমি বলার আগেই উত্তর পেয়েছি। অথচ আমি উত্তর শুনতেই আসিনি!
১৪. : সোনার বালা চাই? না কি হিরের? : পাহারা দিয়ে রাখতে হবে না, এমন কিছু এনে দেবে?
১৫. : ঘুমোও, রাত্রি পালাচ্ছে। : আমি ঘুমোলে তো রাত্রির নাম করে তুমিও পালাবে, আজ তাই ঘুমোবোই না!
১৬. : তোমার মনে সত্যিই কি আমি থাকি? : প্রশ্নটা করার আগ পর্যন্ত তুমিই তো ছিলে!
১৭. : কত লিখবে আর? : যমদূত এসেই থামিয়ে দেবে।
১৮. : আমাকে নেবে সাথে? : আমি তো আমাকেই ফেলে যাচ্ছি তোমার কাছে!
১৯. : গয়না গড়ে দেবে? : মানুষেরই দাম দাও না...আবার গয়না!
২০. : ভালোবাসো তো? : বাসতে পারলে হয়তো এই প্রশ্নটাই থাকত না!