১. বিশ্বাস ও মোহমুক্তির মধ্যে খুব সূক্ষ্ম একটা পার্থক্য আছে। এই সূক্ষ্ম পার্থক্যটাই স্বর্গ ও নরক এক করে দেবার জন্য যথেষ্ট! ২. একটা ব্রেক লাগবে---ভালোবাসার কাছ থেকে। ৩. পৃথিবীর সঙ্গে গল্প করতে হয়...নীরবতার মধ্য দিয়ে, কাকতালীয় নানান ঘটনার মধ্য দিয়ে, ভুলে-যাওয়া স্মৃতির মধ্য দিয়ে, মেঘের শরীরের মধ্য দিয়ে, হৃদয়ের দ্বন্দ্বের মধ্য দিয়ে। ৪. আমাকে তুমি যেমনটা চিনতে, সেখান থেকে বেরিয়ে এসে আমার সঙ্গে কথা বলো; নইলে আমি বিরক্ত হচ্ছি। ৫. আমাকে চরিত্রহীন ভেবে একদিন ছেড়ে গিয়েছিলে। আজ আমি সত্যিই চরিত্রহীন। তবু কেন ফিরতে চাইছ? তোমার আপত্তির জায়গাটা কোথায় ছিল আসলে? চরিত্র? না কি দারিদ্র্য? ৬. যা যা একসময় ক্ষমা করতেই পারতাম না, আজ তা তা নিয়ে ভাবিই না আর, কেবলই শান্তির জন্য। ৭. প্রিয় মন, ছেড়ে যেয়ো না, সঙ্গে থাকো। আজ তোমায় ভালো রাখতে পারছি না হয়তো, তবে একদিন পারব। সঙ্গে থাকো। ৮. আমি ভালোবাসা খুঁজে চলি; একটুখানিও খুঁজে পেলে সেখান থেকে পালিয়ে বাঁচি! ৯. চুপচাপ নিজের ঘরেই শান্তিতে বসে থাকা, অন্যের কাজে নাক না গলিয়ে নিজের কাজে মন দেওয়া...এর চাইতে চমৎকার জীবন আর কী হতে পারে! ১০. আমি এমন একটা পৃথিবীতে বাস করছি, যে পৃথিবীটা আমার নয়। জীবনযাপনের এই ভয় থেকে বাঁচতেই আমি লিখি। ১১. আমি যদি তোমাকে চাই, তবে তুমি কি আমাকে ছেলেমানুষ ভাববে? ১২. মাঝে মাঝে নিজেকে ক্ষমা পেতে না দিয়ে বরং শাস্তি দিই। একই ভুল বার বার করলে সেটা আর ভুল থাকে না, অপরাধ হয়ে যায়। ১৩. রাস্তা খুঁজে পাচ্ছিলাম না কিছুতেই! একদিন রাস্তা নিজেই আমাকে খুঁজে বের করল। ১৪. যারা তোমাকে সহ্যই করতে পারে না, তাদের চাইতে বেশি সহ্য করে করে তোমার গতিবিধির দিকে আর কেউই খেয়াল রাখে না। ১৫. - ব্যাপারটা কি একটু সহজ হয়েছে? - কিছুটা... - ব্যাপারটা কি এখনও কষ্ট দিচ্ছে? - প্রতিটি মুহূর্তেই! ১৬. - তোমাকে ভালোবাসি। - কিন্তু তুমি তো আমাকে চেনোই না! - লোকে যদি কারণ ছাড়াই ঘৃণা করতে পারে, তবে ভালোবাসতে আমার কারণ কেন লাগবেই? ১৭. প্রিয় হৃদয়, আমার সব মনে আছে। একদিন তোমার নিজেকে ভালো রাখতে গিয়ে তুমি আমাকে অনেক কষ্টে রেখেছিলে। ১৮. যে বইটা আগে পড়া হয়েছে, সেই বইটা আবার পড়ার সময় আগের সেই সময়ে ফিরে যাওয়া যায়। ১৯. আমি সেই মানুষটা হতে চাই না, যাকে তুমি পেয়ে গেছ। আমি সেই মানুষটা হতে চাই, যাকে তুমি আজও খুঁজছ। ২০. আমরা এমন সব মানুষকেই অনুপ্রাণিত করি, যারা সবসময়ই আমাদের না দেখার ভান করে।