১. এখন তুমি আমায় ডাকলেই আসি, এটা বার বার বলার সময় মনে কি একটুও পড়ে না, একদিন এই তুমিই আমাকে ডাকার কথা ভাবতেও সাহস করতে না! ২. কিছু মানুষ জীবন থেকে দূরে থাকলেই বরং মানুষের কাছাকাছি আসা যায়। ৩. তোমাকে মিস করি না, তা নয়। নিজেকে আর কষ্ট দিতে চাই না বলেই চুপ করে থাকি। ৪. ভালো থাকার ক্ষমতার চাইতে বরং, কেমন আছি, তা নিয়ে না ভাবার ক্ষমতাই বেশি জরুরি। তখন ভালো না থাকলেও ব্যস্ততার মধ্যে থেকে ব্যাপারটা ঠিকই ভুলে থাকা যায়। ৫. ভেতরে ঝড়, বাইরে রৌদ্র। এর নামই বড়ো হয়ে যাওয়া। ৬. আলো চাও? আরে ভাই, কেরোসিন কিনতেও তো পয়সা লাগে! ৭. যদি কখনও দেখো, আমি চুপ হয়ে গেছি, আমার অতীতের যন্ত্রণাগুলির দিকে তাকিয়ো। যদি কখনও দেখো, আমি উদ্ধত হয়ে গেছি, আমার অতীতের যন্ত্রণাগুলির দিকে তাকিয়ো। ৮. জীবনে এমন কিছু একাকী রাত আসে, যখন খুব ইচ্ছে করে, কেউ জড়িয়ে ধরে বলুক, সব ঠিক হয়ে যাবে, আমি আছি তো! ৯. তুমি আমার ঘর হবে? সেই ঘরটা, যেখানে ফিরে আসতে শান্তি লাগে! ১০. এ জীবনে যা ভুল করেছি, তার মধ্যে সবচাইতে বেশি ভুগেছি ভুল মানুষকে সময় দিয়ে। ১১. তোমার স্মৃতি কেউ চুরি করতে পারবে না। তোমার স্মৃতি কেউ সারাতে পারবে না। এর নামই দুঃখ। ১২. পাশে থেকো। ভালো অনেকেই বেসেছে, পাশে কেউ থাকেনি। ১৩. লিখে রাখো, আমি একদিন সব ভুলে গেলেও তোমার কর্মফল কিছুতেই তোমাকে ভুলবে না। ১৪. একদিন আর কাঁদব না। সেদিন বুঝবে। ১৫. তোমার মধ্যে এক তোমাকে বাদে আর কাউকে রেখেছ কখনও? এত শূন্য একজন মানুষ তুমি! ১৬. আমি তোমার ছাতা হতে চাই না, আমি তোমার সঙ্গে ভিজতে চাই। ১৭. তুমি আমার আলোতেই ভালো ছিলে। অন্ধকার দেখেই কেমন পালিয়ে গেলে! সবাই তো আর বন্ধু হয় না! ১৮. তুমি নেই, এটা মানা কঠিন। তুমি না থাকলেও আমার কিছু এসে যায় না, এই অভিনয়টা করে যাওয়া আরও কঠিন। ১৯. বৃষ্টির সঙ্গে বন্ধুত্ব, মেঘের সঙ্গে আত্মীয়তা, তোমার সঙ্গে প্রেম। ২০. বৃষ্টি নামলে হাঁটতে ভালো লাগে, তুমি কেমন শক্ত করে আমার হাতটা ধরে রাখো!