শেষ রাতটি



সেই শেষ রাতটি!
যখন তোমার নিঃশ্বাস অনুভব করেছি
শেষ বারের মতো,
তোমাকে জড়িয়ে ধরেছিলাম এই বলে,
আমরা সারাজীবনই পাশাপাশি থাকব।


সেই শেষ রাতটি!
যখন ভেবেছিলাম, তুমি তো আমারই---
শেষ বারের মতো,
আলাদা হয়ে যাবার আগে!


সেই শেষ রাতটি!
যখন আমি তোমার সুন্দর হাসিটা দেখেছিলাম
শেষ বারের মতো,
এবং হেসেছিলাম আমি নিজেও;
কেননা আমি জানতাম, তোমার সমস্ত হাসির কারণ আমিই!


সেই শেষ রাতটি!
যখন আমাদের চিরদিনের বাঁধনটি খুলে গেল!
এবং আমরা দু-জন আমরা থেকে আমি ও তুমি হলাম,
শেষ বারের মতো!


সেই শেষ রাতটি!
যখন তোমাকে বিদায় জানিয়েছিলাম ঘুমোব বলে
এবং তুমি আমাকে চুমু খেয়েছিলে
শেষ বারের মতো,
যখন পরের সকালটা
দেখতে আমি আর পারিনি।
Content Protection by DMCA.com