ভাবনার বনসাই: আটচল্লিশ

১. মাঝে মাঝে বাজে লোকের প্রশ্নের উত্তরও দিই।
হয়তো ওই উত্তর আমার না দিলেও চলে,
কিন্তু তার তো ওই উত্তরটার খুব দরকার!
বাজে লোক হলেও তো ভালো কারও উত্তর পেতে তার ভালো লাগে!


২. কেন তাকেও নরকের ভয় দেখাচ্ছ,
যে স্বর্গেরই তোয়াক্কা করে না!


৩. কেন আজ বার বারই সেই প্রতারককে অভিশাপ দিচ্ছ,
যার কাছে প্রতারিত হতে তুমিই একদিন মরিয়া ছিলে?


৪. হ্যাঁ, দিতেই পারি!
কিন্তু কেন দেবো?


৫. যে তোমায় ভালোবাসে,
তাকে ভয় পেয়ো না;
আর যা-ই করুক, সে তোমায় খুন অন্তত করবে না।
তোমায় খুন করলে সে নিজেও যে বাঁচতে পারবে না!


৬. আমি কিন্তু বোকা ন‌ই,
তুমি আমায় বোকা দেখতে পছন্দ করো বলেই আমি বোকা হ‌ই।


৭. একদিন জ্যোৎস্নায়,
তোমাকে বুঝতে না পারার দায় নিয়ে মরে যাব।


৮. আমার জীবনে তুমিই ছিলে সঠিক!
নইলে কি আর তুমি ভুল সময়েই আসতে!


৯. জিভ সবার‌ই কিন্তু মুখের মধ্যে নয়,
কার‌ও কার‌ওটা ঠিক বসের পায়ের জুতোয়।


১০. কত কী যে জোড়া লাগে, মন তবু লাগে না,
কত কী যে ভাঙে গড়ে, মন ভেঙে গড়ে না।


১১. আমি ফিরে এলাম বলে সেদিন তুমি যতটা কষ্ট পেয়েছ,
তোমার ফিরিয়ে দিয়েছি বলে আজ আমি ততোধিক কষ্ট পাচ্ছি।


১২. আজ তোমার দিন, মজা নাও!
এর নাম দুনিয়া, এখানে সবই ফেরত আসে!


১৩. সবাইকে বিশ্বাস করত যে মানুষটা,
আজ সে নিজেকেই আর বিশ্বাস করে না।
এই তোমরাও নিজেদের মানুষ বলো!


১৪. তুমিও ভুল ছিলে না, ভুল ছিলাম না আমিও।
আমাদের দেখা হবার সময়টাই শুধু ভুল ছিল।


১৫. আমি ভালোবাসা পাইনি, দুঃখ নেই।
আমার সঙ্গে তোমার সময়টা ভালো কেটেছে তো, না?


১৬. যে-কাজটা তোমার হৃদয়ে করার কথা ছিল,
সেই কাজটাই কিনা তুমি ঠোঁটে করলে!
আচ্ছা, তোমার কি কেবলই ঠোঁট আছে?


১৭. জীবনের কাছে হাসির জন্য প্রার্থনা আর করি না।
মাত্র এক মুহূর্তের হাসিতেই আজ আমার সব শেষ!


১৮. আলো কোথায় পেলে?
খবরের পাতা আবার ওলটাও।
কী লেখা আছে, দেখলে তো?
এই শহরে আজ শুধুই অন্ধকার।


১৯. আমি জানিই না আমার ভুলটা কোথায় ছিল!
শাস্তি তো পেয়েই গেলাম, এখন অন্তত জানতে দাও!


২০. এসো, তোমার পায়ে মলম লাগিয়ে দিই।
আমার স্বপ্নের উপর মাড়িয়ে যাবার সময় অনেক হোঁচট খেলে তো!
Content Protection by DMCA.com