আমাদের দু-জনকে যে স্বপ্নগুলি আলাদা করে রেখেছে, সেগুলির চাইতে একটুকরো কাগজও পুরু! যে বিস্তীর্ণ মাঠে ভালোবাসার শেষ চিহ্নটিও সহজেই হারিয়ে গেছে, ঠিক সেখানটাতে, অচেনা এক প্রতিধ্বনি আমাকে ভাসিয়ে নেয় আজকের দিন থেকে কালকের দিনে। এভাবেই তৈরি হলো দূরত্ব, আলাদা ঘর, সময়ের দাবি। তুমিই বলো, আমাদের দেখে এখন কে বলবে, আমাদের দু-জনের মধ্যে প্রেম হবার কথা ছিল!