হঠাৎই, ভুলে গেলাম! অপ্রত্যাশিতভাবে। মনে যা ছিল, মন তা মুছে ফেলল। এবং, সন্ধ্যার হাওয়ায় সবকিছু কেমন ম্লান হয়ে যাচ্ছিল...। এরপর। ভুলে-যাওয়া তারই খোঁজে হৃদয় সব দরজায় কড়া নাড়ে। একবার একবার করে। কেউ নেই। কিছুই নেই। এবং, যেখানে হয়েছিল সেই প্রেম; এবং, যেখানে হারিয়েছে এই প্রেম, ---জায়গা দুইটি একই দেখে অবাক হলাম! পরে বুঝলাম, খুঁজে পাবার এবং খোঁজার মন, বস্তুত একই!