স্বস্তি

স্বস্তি এখন একটাই:
মৃত্যুকে আর ভয় করি না।




কী আর হবে!
নাহয় বিশ্রামে থাকব
নিরবচ্ছিন্ন ঘুমে...




হলে হলোই-বা অমন!
আর কেউ না জানুক,
ঈশ্বর তো জানে,
আজ আমি বড়ো ক্লান্ত!




যে সুখের সঙ্গে
আগে কখনোই পরিচয় হয়নি,
ভাগ্যের জোরে
তার দেখাও পেয়ে যেতে পারি!




যা হয় হোক!
যদি তোমার সঙ্গে থাকতে পারি,
ঘরে তো অন্তত ফিরতে পারব---
আর কিছু না পেলেও!