অপেক্ষা

আমি অপেক্ষা করব।
তুমি বলেছিলে, ফিরে আসবে।
সেই মিথ্যে প্রতিশ্রুতির কসম খেয়ে বলছি,
আমি অপেক্ষা করব।




জানি, ফিরতে তুমি পারবে না।
আরে, আমার বাড়ির ঠিকানাটাই তো তুমি জানো না!
এতখানি অনিশ্চয়তার পরও
আমি ঠায় দাঁড়িয়ে থাকব।




প্রতিটি শুক্র এবং শনিতে নিজেকে বোঝাই,
আজ তুমি আসবে।




আসো না যখন,
তখন আবার পরের সপ্তাহের অপেক্ষার জন্য প্রস্তুত হই।




ইদ, পুজো, পহেলা বৈশাখ…
সব ছুটিতেই আমি অপেক্ষা করে থাকব।




এই অপেক্ষাটা করতে করতে
এবার আমি অপেক্ষার শেষ দেখেই ছাড়ব!