তীর্থসেরা শ্বশুরবাড়ি—সে যে সর্বশ্রেষ্ঠ ধাম, ফুলের সেরা হাসনাহেনা, ফলের সেরা আম।
জ্বালার সেরা উই ও ইঁদুর, ভাই যেন দুই, গাছের সেরা বট, আর মাছের সেরা রুই।
দূরের জিনিস সেরা, যেমন বাড়াভাতে বালি, বউয়ের ঘরে সবাই ভালো, ওদের সেরা শালি।
পেশার সেরা ধান্দাবাজি, নেশার সেরা গাঁজা, নারীর সেরা প্রিয়তমা, তবে নরের সেরা রাজা।
পাওয়ার সেরা অক্কা পাওয়া, খাওয়ার সেরা খাবি, বোকার সেরা সেই লোকটা, রাখে যে পরের ধনে দাবি।
দোষের সেরা শনি যেমন, দেবীর সেরা কালী, দেখতে সেরা নিজের ছেলে, মিলের সেরা থালি।
বিরক্তির সেরা যেমন শীতকালে ঠোঁট ফাটা, অকাজের সেরা তেমন পরের বেগার খাটা।
ঘরের সেরা দখিনমুখী, ঘাটের সেরা পাকা, জলের সেরা অশ্রু, আর পেশির সেরা টাকা।
স্বাধীনতার সেরা—এ যে বরাবরই বাপের বাড়ির ঝি, স্বাদের সেরা গরমভাতে নুনে-পেঁয়াজে-লংকায় ঘি।
রোগের সেরা অশান্তি রোগ কিংবা ফোড়ায় পুঁজ, বুঝের সেরা বস কিংবা প্রেয়সীকে দেওয়া বুঝ।
বাদ্যযন্ত্রের মাঝে সেরা শ্রীকৃষ্ণঠোঁটের বাঁশি, বিভীষিকার সেরা জানি যমের মুখের হাসি।
মেলার সেরা গাঁয়ের মেলা, খেলার সেরা পাশা, সুখের সেরা প্রিয় মানুষের দেখা পাবার আশা।