সাকারত্ব

ওরা কারা, বলে যারা—দেব-দেবী নিরাকার?
তবে কি নয় মানুষেরা ঈশ্বরের এক আকার?




পৃথিবীর যত জীব, নয় ওরাও কি—
তাঁর‌ই অবয়ব? তবে ওরা বলে কী!




প্রকৃতির রূপ যখন মনোহর সাজে,
তখন আসেন তিনিই হৃদয়ের মাঝে!




কখনও মনে বাজে না কি মোহনবাঁশির সুর?
বলো কেন তবু, সাকার যে-রূপ, তা বহুদূর?




ভোরে যখন ফোটে আলো, সারাপৃথিবীই হাসে;
অনুভবে বুঝে নিয়ো, তিনি আছেন আশেপাশে।




সাকারে কি নিরাকারে—যেভাবেই বোঝো;
সরবে নয়, ঈশ্বরকে, খুব নীরবেই খোঁজো।