সত্যসন্ধ

নূতন আলোকে আমি যে এসেছি নেমে অবনীতলে,
ঘোচাতে মানুষের দৈন্য-বেদনা আমার হৃদয়পরশ বলে।




মর্ত্য-আঁধারে আমি সত্যের জ্যোতি,
সুখ-আনন্দপানে ধরি মানুষের গতি;
আমার কারণে সবার পরানে অসীম দীপ্তি জ্বলে।




নূতন জগৎ পায় যে জনম তিমির-দলিত ভবে;
হে অভীস্পিত! সত্যসন্ধ! এসো এ জগতে তবে!




জীবনের দিব্যসাধনা জাগে,
মন-মরমে সত্যের অনুরাগে;
মানবাত্মার ভিত্তিতে এসো সবে আনন্দে দলে দলে।




আমি ধুলায় মূর্ত অতিমানসের জ্যোতি,
সত্যের দিকে আমি যে ফেরাই মানব-চেতনাগতি।




(আমি) এসেছি আঁধারে নেমে,
জাগাতে সবারে প্রেমে;
আমি মানুষেরে করি সত্যের সেবাব্রতী।




(আমি) ঘুচাব সবার দৈন্য-দুঃখ-জ্বালা,
মানুষের কণ্ঠে আজ পরাব জয়ের মালা।




(আমি) নূতন জগৎ করব সৃষ্টি,
নব সভ্যতা, নূতন কৃষ্টি;
সুন্দরসাথে বেঁধে দেবো আমি মানব-হৃদয়রতি।