ভাবনার বনসাই: সাতষট্টি

১. বালিশেই সব গল্প লুকোনো!
ফোঁপানো কান্নার, সুখের বার্তার।


২. একাও থাকা যায়,
কিন্তু যার সঙ্গে থাকলে একাকিত্ব গ্রাস করে,
তার সঙ্গে থাকা যায় না।


৩. আমরা তখনই তাকে চাই,
যখন আমরা জেনে যাই,
তাকে আর পাবো না।


৪. আমরা অন্যায়ের প্রতিবাদ করি,
যখন অন্যায়টা নিজের বা কাছের কারও সঙ্গে হয়,
কিংবা অন্যায়টা এমন কেউ করে, যে আমাদের অপছন্দের।


৫. আমাদের মধ্যে ভালোবাসা হয়তো নেই,
তবে মিথ্যে কোনও অভিনয়ও নেই।


আমাদের সম্পর্কটা নিখাদ।


৬. মন, চলো, দু-জন মিলে এমন কোথাও যাই,
যেখানে গেলে উটকো কারও কথাতেই
আমাদের কিছু এসে যাবে না।


৭. অনেক বছর পর
আমাদের আবার দেখা হবে।


দু-জন দু-জনের চোখের দিকে তাকিয়ে থাকব...আর কিছু নয়।


৮. আজ বলছ, তুমি আমাকে মিস করো!
এত ঘুরেও, কাউকেই পেলে না মনের মতো?


৯. আমি তোমার সঙ্গে থাকতে চাইছি না,
এর মানে এ নয় যে,
আমি অন্য কারও সঙ্গে থাকতে চাইছি।


আমি আসলে একা থাকতে চাইছি।


১০. আমাকে ভেবে অবাক হও?
অসুবিধে নেই।
আমিও তোমাকে ভেবে অবাক হই।


১১. তোমাকে নিয়ে এখন আর লিখি না, তা নয়।
তবে তোমাকে তা আর জানাই না আগের মতো।


১২. আমি খুব ভাবি।
আমি খুব ভালোবাসি।
আমি খুব টের পাই।


হয় আমি সমুদ্র,
নয় আমি কিছুই নই।


১৩. তোমাকে ভালোবেসে বিপদে আমি পড়িনি;
তুমিও আমাকে ভালোবাসো, এটা ভেবেই বিপদে পড়েছি।


১৪. অনেক দিন পর হাল ছেড়ে দিলাম।
আমার হৃদয় এখনও হাল ছাড়েনি---
আমার অনুমতি না নিয়েই!


১৫. সেরা কাউকে খুঁজো না।
বরং এমন কাউকে খোঁজো,
যে তোমাকে সেরা ভাবে।


১৬. কালকেই সব হারিয়ে যেতে পারে।
মনে রেখো।


১৭. ভালোবাসার মানুষটার দিকে তাকিয়ে ভাবি,
হয় সে চিরকালের সুখ,
নয় সে চিরকালের অসুখ।


কী ভয়ংকর একটা ব্যাপার!


১৮. জানি, পরের অধ্যায়ে তুমি থাকবে না।
তবু জানি, গল্পটা লিখে যেতেই হবে।


১৯. কার সঙ্গে তোমার দেখা হবে, সময় ঠিক করে দেয়।
কাকে তুমি রাখতে চাও, তোমার হৃদয় ঠিক করে দেয়।
কে তোমার সঙ্গে থেকে যাবে, তোমার আচরণ ঠিক করে দেয়।


২০. যে কখনওই তোমার ছিল না,
তার দিকে তাকিয়ে থাকতে থাকতে
আজ তুমি তাকেই হারিয়ে ফেললে...
যে সবসময়ই তোমার অপেক্ষায় ছিল।