ভাবনার বনসাই: ছিয়াশি

১. সামান্য ফুলের ঘ্রাণও
সহজেই পাহাড়চুড়োয়!
পাদদেশে পিপাসার্ত নাকের
দু-চোখ।


২. তোমার আমার মাঝে...
মাঝের অসীম ভুল।


৩. পত্রশূন্য বৃক্ষের
সামনে এসে
বাতাসের কুর্নিশ।


৪. দোর্দণ্ড প্রতাপশালীর
অন্ত্যেষ্টিক্রিয়ায়
এক প্রতাপই প্রাক্তন!


৫. মধ্যরাত্তির
দীর্ঘ হয়
দু-একটা
ছন্দের ঘায়ে।


৬. প্রথম বৃষ্টি,
প্রথম চুম্বন...
প্রথমেই থাকে।


৭. কাকের ওড়াউড়ি
যেখানেই,
সেখানেই দেখি
ঘর।


৮. বন্দিত্বযাপনের মুহূর্তেও,
বন্দি হবার
ইচ্ছে জাগে।


৯. কুমারী চাঁদের বেদিতে
কুমারিত্বের
সাগ্রহ বলিদান।


১০. রাত বাড়ে,
বাড়ে মদ্যশালায়
মৃতদের পুনরুজ্জীবন।


১১. চায়ের কাপে
দখিনা হাওয়া,
সঙ্গে জীবন।


১২. মোমবাতির লাল আলোয়
একেকটা জীবন
কৃষ্ণগহ্বর খুঁজে চলে...


১৩. মেয়ে, খোঁপায়
বেলি না গুঁজে
আমায় গোঁজো।


১৪. এই ঘরে
সে ঢোকে।


ছুঁতে গেলেই
দৌড়ে বেরোয়।


১৫. সুঁইয়ে সুতো,
চিরুনিতে চুল;
পাপড়িতে পাপড়ি,
বৃন্তে বৃন্ত।


১৬. দিনের বেলায়
পদ্মের মেলায়
আলোর খেলায়।


১৭. হেমন্তের চাঁদে
শুভ্রতার ফাঁদে
রমণীরা কাঁদে।


১৮. নিবিড় গ্রীষ্মে
যুদ্ধের প্রান্তরে
ছাদখোলা শকটে।


১৯. ছেলে গোনে
তারা।
বাবা গোনে
জোনাকি।


২০. ঝড়ের তোড়ে
গোলাপ ওড়ে
ছায়ায় সরে।