১. বৃষ্টির প্রতিটি ফোঁটায় একেকটি নতুন চাঁদ। ২. নদীতে সূর্যোদয়... নৌকোয় নৌকোয় এক-একটা বাতি নেভে। ৩. একটু একটু করে রাত ঝরে... পুরো ঘর জেগে একটি জন্মের প্রতীক্ষায়। ৪. গোলাপ আজও ফোটে, আমাদের দূরত্ব সত্ত্বেও। ৫. বসন্ত এসে শীতের শুকনো পাতাদের সমস্ত রাগ নেয় শুষে। ৬. উত্তুঙ্গ সময়--- চড়ুইয়ের দল সন্ধের চাঁদে মেশে। ৭. রাতের আভায় পাহাড়ের চুড়োয় নক্ষত্ররা খসে। ৮. হ্রদের ধারে বাতাসের কুঞ্চিত অবয়ব। ৯. উৎসব। রাস্তার ছেলেরা পেটে ও চোখে আতশবাজি পোড়ায়। ১০. হেমন্তের হাওয়া দেখে দাদিমাও, তাঁর পরচুলাটা ঠিক করে পরেন। ১১. বসন্ত কারও সুখগুলিকে সারাতে গিয়ে ভুলে দুঃখ আনে। ১২. বর্ষার রাতে সবার অগোচরে সমুদ্র-নদীর গোপন সঙ্গম। ১৩. লাজুক চাঁদের দু-চোখ আনত, রাত্রির স্পর্শে। ১৪. পাতার প্রতিটি কিনারায় চাঁদের নৈঃশব্দ্য আঁকা। ১৫. পাতার হৃতরসে শীতের তীব্র উল্লাস। ১৬. যুদ্ধের পেটে--- বন্ধ-খামের অশ্রু। ১৭. বৃষ্টির ছায়ায় ছায়ায় বাসন্তী চাঁদের হৃৎকম্প। ১৮. শব্দহীনতার ফিসফিসে প্রজাপতির কামশীতলতার অবসান। ১৯. নীরবতার গভীরে প্রোথিত সম্পর্কের সতীত্ব। ২০. সমুদ্রের তীর ধরে জাগে শৈশবের স্বচ্ছ সূর্যাস্ত।