১. আয়ুর মানে--- সহ্য হয় না যা, তা-ই সহ্য করে যাওয়া। ২. এই আঙুলের ফাঁকে ফাঁকে আলোর যে ফাঁদ, সেখানে যখন যেটুক আলো... ছুঁয়ে ছুঁয়ে যেয়ো। ৩. ডাক্তার দেখাতে বলছ!? মরার আগেও বাজে খরচ করতে বলছ?! ৪. তার কথার পরতে পরতে আমার নিজের অস্তিত্বের নতুন নতুন খোঁজ... ৫. রাতের ঝড়ের গায়ে গায়ে দিনের আলোর নিখুঁত হিসেব। ৬. নরকের যাত্রাপথটি ঈশ্বরের চাইতেও বয়োবৃদ্ধ। ৭. পৃথিবী হয় যদি মায়ের মতন, তবে বাবার মতন কে?! ৮. আমার যা-কিছু হয়নি তৈরি তোমার নিয়মে; তা-কিছুর ভাগ যদি চাও, এসো তবে আমার নিয়মে। ৯. কারও চোখে বৃষ্টি; কারওবা চোখ বৃষ্টিতে। ১০. রাতের ঘন বাতাসে দিনের হালকা পালকও ভারী হয়ে ওঠে... ১১. সময় যখন ঝড়ো, তখন থেকো ঝড়ের অপেক্ষাতেই। ১২. ক্ষয়ে-আসা আলোয় সমুদ্রও কাঁপে আগুনের ফুলকিতে। ১৩. জীবন যখন ভাটায়, তখনও... ঈশ্বরের ইশারায় আয়ুতে কপট-জোয়ার। ১৪. গোঁড়া যত, খোঁড়া তত। ১৫. চোখে চোখ রেখে কুয়াশায় ঘেরা এই নৈঃশব্দ্যে নিঃশ্বাসের যাপন। ১৬. চাঁদ দেখতে গিয়ে... এক খণ্ড মেঘ চোখের সীমানা থেকে বিদেয় হলো। ১৭. প্রতিটি গোধূলিতে... আলোর ক্রন্দন অতীতের স্মৃতি মনে করায়। ১৮. যার দুঃখ যত, গায়ে পড়ে পড়ে সে করে তত সুখের নানান গল্প। ১৯. তবে কি শুধুই এই মুহূর্তের জন্য... তোমার তা-কিছু আমার, যা-কিছু নয় তোমারই!? ২০. পাহাড়ের হাওয়ায় হাওয়ায় ক্ষুধার্ত পাতাদের মড়মড়ে আর্তনাদ।