প্রাপ্তি


যারা ভালোবাসা পায় মরার আগেই,
ওদের জীবন কী এমন পুণ্যে গড়া?!


আমি তো পেলাম কেবলই কাঁটার মালা
ফুল চেয়ে চেয়ে...সারাটি জীবন!
সুখের আশ্রয় খুঁজেছি যত,
পেয়েছি ততই দুঃখের ধুলো।


প্রেমের সুর চাইতে গিয়ে দু-হাত পেতে,
দীর্ঘশ্বাসেই উঠল ভরে পুরোটা জীবন।
আমার দুঃখকষ্টের যারা সঙ্গীসাথী,
ওরা সবাই মিলে কাঁদায় আরও...!


পাশে ছিল যখন যারা বন্ধু হয়ে,
ছেড়ে গেছে সবাই...এক এক করে।
একটুখানিও সুখ পেয়েছি যাদের দ্বারে,
ওদের কেউই শেষে থাকেনি পাশে।


শূন্য এ দু-হাত তাই থাকে শূন্যই...
আমাকে দেবার কারুর সময়ই তো নেই!
আমার অভিমান যেখানে যেটুক,
তা-ও মিলায় নিজেরই ছায়ায়!


তুমি যদি বলো, এর নামই জীবন,
তবে আমি বাঁচতে রাজি এ জীবনেও!
তুমি চাইলে নিজের সমস্ত অশ্রু গিলে গিলে
নীরবে নিভৃতে কাটিয়ে দেবো বাকিটা আয়ু।


তুমিই বলো, দুঃখে আমার ভয়ই-বা কীসের,
আসে যদি দুঃখ থেকেই এ জীবনের যত প্রাপ্তি!