ভাবনার বনসাই: এক-শো দশ

১. কোরআন গীতা বাইবেল ত্রিপিটক...
যা-ই তুমি পড়ো না পড়ো,
মনকে শাসন না করো যদি,
তবে বৃথা সবই!


২. পাপ, সে তো মনেই থাকে!
শরীরে কি আচারে
পাপ খুঁজে চলে লাভ কী হবে?!


৩. জয়ই ধর্ম,
ধর্মই জয়।
ধর্মের যা ক্ষয়,
এক আচরণেই হয়।


৪. এই দিন সত্যের দিন।
এই দিন ধর্মের দিন।
এই দিন জয়ের দিন।
এই দিন সহ্যের দিন।


৫. দুঃখ…সে তো থাকবেই!
জয়…সে তো আসবেই!
চেষ্টা…সে তো লাগবেই!
ধর্ম…সে তো জাগবেই!


৬. হৃদয়ের অসুর যদি না বধো,
পৃথিবীজয়েও সুখই-বা কীসের?!


৭. কেন খুঁজছ অসুর মূর্তিতে,
যখন থাকেই অসুর কীর্তিতে?


৮. মায়ের পুজো করে তো সবাই-ই,
কৃপাটুকু পায় ক’জনে?
ধর্মের মানেই কেবল কর্মে আহুতি,
এই সত্য বোঝে যেজনে।


৯. মুখে মুখে পৃথিবীজয়,
কাজে কর্মে ক্ষমতাক্ষয়,
মনে মগজে অজ্ঞতাভয়,
এমন লোকের শুধু পরাজয়!


১০. যাকে মানি,
সে বড়ো কি ছোটো,
তাতে কী এসে যায়,
যদি নিজে ছোটো রই?!


১১. যে নির্বিচারে করে অবিচার,
তারই হাতে কিনা বিচারের ভার!


১২. ধর্ম এতটা নয় ঠুনকো...
স্রেফ পোশাকে কি খাবারে
হবে নস্যাৎ!


১৩. গুরুর পোশাকে,
মূর্খের মগজে---
না হয় ধর্ম,
না হয় কর্ম।


১৪. মানুষের জন্যই ধর্ম,
ধর্মের জন্য মানুষ নয়।
কর্ম‌ই কেবল প্রকৃত ধর্ম,
কর্মেই মানুষ মানুষ হয়।


১৫. মিথ্যে অহমের যা অর্জন,
বিজয়াতে তারই হোক বিসর্জন!


১৬. মাকে খুঁজো না খড়ে কি মাটিতে;
সত্যিই মাকে পেতে যদি চাও,
কেবলই হৃদয়ে খোঁজো!


১৭. ধর্ম তখনই অগ্রগণ্য,
যখন নিজে না র’বে খুব নগণ্য।


১৮. কর্মে যার নেই প্রগতি,
তার আবার ধর্ম কীসের!?


১৯. যদি যাও লঙ্কায়,
রাবণ নয়, বরং
রাম‌ই হয়ো!


২০. ধর্মের জয়…
ধ্বংসে নয়, নির্মাণে।
নিন্দায় নয়, সম্মানে।